আলাপ:অ্যান্টিভাইরাস সফটওয়্যার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Anitivirus উচ্চারণ[সম্পাদনা]

কেবল জানার জন্যই জিজ্ঞাসা করছি। Antivirus এর উচ্চারণ কি আমেরিকায়/কানাডায় "অ্যান্টাই ভাইরাস" করা হয়? অথবা Multimedia এর উচ্চারণ "মাল্টাই মিডিয়া"? --μακσυδআলাপ ০৪:৪৫, ১৮ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

কানাডায় মনে হয় হয় না (ব্রিটিশঘেঁষা)। তবে আমেরিকায় হয়। এরকম আরও আছে semifinal সেমাইফাইনাল। আমেরিকার মজার ব্যাপার হল ব্রিটেনের কয়েকশো বছরের পুরনো ইংরেজির নমুনা ওখানে পাওয়া যায়। ব্রিটেনের নিজস্ব ইংরেজি ইউরোপ ও বাকী বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র দুই মহাসাগরের জন্য অনেকটা বিচ্ছিন্ন থাকার কারণে ওখানে এমন সব পুরনো ইংরেজি শোনা যায় যেগুলি আর কোথাও এখন আর প্রচলিত নেই। এমনকি ওরা এখনও ব্রিটিশ পুরানো আমলের একক মাইল, ফুট, পাউন্ড, আউন্স, ফারেনহাইট এগুলি জোরেশোরে ধরে রেখেছে, অথচ খোদ ব্রিটেনেই (তথা সারা বিশ্বেই) এগুলি বাদ হয়ে গেছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:০৬, ১৮ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
ফুট/পাউন্ড/মাইল এসব ধরে থাকার ব্যাপারটা অনেকটা রাজনৈতিক। প্রধান যুক্তি, পুরো সিস্টেম পাল্টাতে হবে, যা অত্যন্ত খরচসাপেক্ষ। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা এখন ওষুধ, পেপসি - এসবের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি গ্রহন করেছে, কিন্তু অন্য ক্ষেত্রে করেনি। এই মেট্রিক-ব্রিটিশ পদ্ধতির গন্ডগোলে পড়ে মঙ্গলগামী একটা কয়েকশো মিলিয়ন ডলারের স্পেসশিপ ক্র্যাশ করেছিলো, তার পরেও এদের শিক্ষা হয়নি। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৬, ১৮ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]