আলাপ:অশব্দীয় বর্ণমালা লিপি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাতার শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

@Aftabuzzaman: @Zaheen: নিবন্ধটির নাম দেওয়া আছে অশব্দীয় বর্ণমালা লিপি, হবে বর্ণলিপিয় (আলাপ) ১৩:৫৯, ২৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanay barisha: "বর্ণলিপি" নাকি "বর্ণমালা"? Alphabet-এর সবচেয়ে প্রচলিত পরিভাষা ব্যবহার করাই ভাল হবে না? --অর্ণব (আলাপ | অবদান) ০৩:০৩, ১০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Zaheen: এইখানে দেখুন। 1) The set of letters used when writing in a language - "বর্ণমালা"। 2) A writing system in which letters represent phonemes - "বর্ণলিপি"। য় (আলাপ) ০৮:৩০, ১৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার উদাহরণ অনুযায়ী ইংরেজিতে Alphabet দুই অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থ হচ্ছে কোন নির্দিষ্ট ভাষা লেখার জন্য ব্যবহৃত বর্ণসমষ্টি। দ্বিতীয় অর্থ হচ্ছে ধ্বনিকে বর্ণ দিয়ে প্রতিনিধিত্ব করা হয় এমন কোনও লিখন ব্যবস্থা। দুটোকেই ইংরেজিতে Alphabet বলে। সেটা ইংরেজি ভাষাভাষীদের ব্যাপার। আপনি কি বাংলাতে প্রথম অর্থটির জন্য "বর্ণমালা" ও দ্বিতীয়টির জন্য "বর্ণলিপি" পরিভাষা ব্যবহার করতে চাচ্ছেন? তাহলে আমার প্রশ্ন : "বর্ণলিপি" কি পরিভাষা হিসেবে কোথাও ব্যবহৃত হয়েছে? আমি অবশ্য দেখিনি। নাকি বাংলাতেও ইংরেজির মত আমরাও "বর্ণমালা" পরিভাষাটি দিয়ে দুই ধরনের অর্থই বোঝাবো? আপনার কী মত? --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫০, ১৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সেই এক ড: রামেশ্বর শ'-এর বইয়ে "বর্ণলিপি" দেখেছি, যেটা এখনও পশ্চিমবঙ্গে স্নাতক স্তরের বাংলা ভাষায় ভাষাতত্ত্ব বিষয়ের প্রধান বই। আর তেমন কোন বইয়ে "Alphabetic" লিখন পদ্ধতি সম্বন্ধে দেওয়া নেই, তাও আর একবার দেখব। তাও, যেটা যথোপযুক্ত বলে মনে হয়, সেটাই দিয়ে দিন। য় (আলাপ) ১০:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]