আলাপ:অমর একুশে (ভাস্কর্য)
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Salim Khandoker কর্তৃক ২ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে
অমর একুশে (ভাস্কর্য) নিবন্ধটি ভালো নিবন্ধের জন্য মনোনীত হয়েছিল; কিন্তু সে সময়ে এটি ভালো নিবন্ধের মানদণ্ড সম্পূর্ণরূপে পূরণ করতে পারে নি। নিচে নিবন্ধটির উন্নয়নের ব্যাপারে কিছু পরামর্শ থাকতে পারে। এসব সমস্যা নিরসন হলে নিবন্ধটি পুনঃমনোয়ন করা যেতে পারে। সম্পাদক যদি মনে করেন যে নিবন্ধটি সঠিকভাবে মূল্যায়িত হয়নি, তবে তিনি পুনর্মূল্যায়নের আবেদন করতে পারেন। | ||||
|
এই পাতাটি অমর একুশে (ভাস্কর্য) নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
প্রস্তাবিত ভালো নিবন্ধ তালিকা থেকে বাতিল
[সম্পাদনা]- কারন,
নিবন্ধটির বর্তমান ভার্সনটিতে ভাষাগত সমস্যা রয়েছে। তিনটি তথ্যসূত্রের শুধু একটির আর্কাইভ খুঁজে পেলাম। চিত্রে সমস্যা রয়েছে। যদিও ভালো নিবন্ধ হতে হলে, নিবন্ধটি যথেষ্ট বড় না হলেও চলে কিন্তু ভালো নিবন্ধের জন্য বর্তমান ভার্সনটি একটু বেশিই ছোট। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২২:০৮, ১৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
নিবন্ধের নাম
[সম্পাদনা]নিবন্ধের নাম দেয়া হয়েছে ' অমর একুশে '। নিবন্ধের বিষয়বস্তুতে ' অমর একুশ '। কোনটা ঠিক? গুগল অনুসন্ধান করে দেখা যাচ্ছে বিভিন্ন পত্রিকায় দুটো নামই ব্যবহার করা হয়েছে। নিবন্ধের চিত্র প্রসারিত করে দেখা যায় এর নাম ' অমর একুশ '। তাই নিবন্ধটির নাম ' অমর একুশ ' করা যায় কী? Salim (আলাপ) ১৬:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)