আলাপ:অমর্ত্য সেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 


জীবিত ব্যাক্তি, ১৯৩৩-এ জন্ম এগুলি কি কাজে লাগার মত কোন বিষয় শ্রেনী?? এমন cat allow করলে তো অনেক cat তো দেওয়া যায়।--বেলায়েত ১৫:১২, ৩১ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি উইকিপিডিয়া দেখুন। জন্ম সাল ব্যবহার করার কারণ হল খুব সহজেই কোনো সালে কে কে জন্ম গ্রহন করেছেন, তা বের করা যায়। --Ragib ১৬:৪৪, ৩১ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

বর্তমানে বাংলা উইকি তে এ ধরনের জীবন বৃত্তান্ত নিবন্ধ বেশী নেই, তাই এধরনের বিষয় শ্রেনীর সুফল বর্তমানে পাওয়া যাবে না। যা ইংরেজীতে প্রচুর পরিমানে আছে। তাই সেখানে এটা ব্যাবহার হয়। তাই বর্তমান প্রেক্ষাপটে এ ধরণের বিষয় শ্রেণী আমার কাছে কম গুরুত্নপূর্ণ বলে মনে হয়েছে।--বেলায়েত ১৭:০১, ৩১ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা অচিরেই এরকম অনেক জীবনী যোগ করতে সক্ষম হব। জীবিত ব্যক্তি বিষয়টি বাদ দেয়া যায়, কারণ সেটা ঠিক রাখা ঘাপলার ব্যপার। কিন্ত জন্মসালের বিষয় শ্রেণীতে কোনো সমস্যা নেই, অমুক সালে কার কার জন্ম সেটা এক নিমেষে জানার জন্য রাখা হয়। জীবনী নিবন্ধ কিন্তু কম নাই, অন্য গুলোতেও এই ধরণের বিষয় শ্রেনী যোগ করলে দেখতে পাবেন। --Ragib ১৭:১২, ৩১ মে ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]