আলাপ:অণু
আলোচনা যোগ করুনএই পাতাটি অণু নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর অংশ হিসেবে এই নিবন্ধটির মানোন্নয়ন করা হয়েছে। |
পূনঃনির্দেশ
[সম্পাদনা]অনু এবং অণু দুটি বানানই বাংলা ভাষায় প্রচলিত। +৫০৯ বাইটের নিবন্ধে +৪,৫৯৩ বাইটের নিবন্ধ সরিয়ে আনা কি যৌক্তিক? এফ রহমান বাংলাদেশী (আলাপ) ১৬:১৮, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
- হয়তো যৌক্তিক নয়। তবে এখানে বানানের একটি বিষয় আছে। অনু বানান কিন্তু সঠিক নয়। --Aftab1995 (আলাপ) ১৬:৩৭, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
- আফতাবের সাথে একমত। অনু বানানটি সঠিক নয়। আর যেহেতু আগে থেকেই অণু নামে সঠিক নিবন্ধ তৈরী ছিল, তাই অনু নিবন্ধটিকে স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে এফ রহমানের লেখাটিকে এখানে নিয়ে আসা হয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০১, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
- অনু বানানটি কেন এবং কিভাবে শুদ্ধ নয়? এফ রহমান বাংলাদেশী (আলাপ) ১৭:৪৮, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
- আফতাবের সাথে একমত। অনু বানানটি সঠিক নয়। আর যেহেতু আগে থেকেই অণু নামে সঠিক নিবন্ধ তৈরী ছিল, তাই অনু নিবন্ধটিকে স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে এফ রহমানের লেখাটিকে এখানে নিয়ে আসা হয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০১, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
(সকলের জ্ঞ্যাতার্থে) অনু এবং অণু দুটি বানানই বাংলা ভাষায় প্রচলিত, তবে ভিন্ন অর্থে। অর্থাৎ, অনু = অনুরূপ, অনুযায়ী এবং অণু = পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ। সুতরাং, মন গড়া শব্দ দিয়ে নিবন্ধ রচনা করা উচিত নয়। +৫০৯ বাইটের নিবন্ধে +৪,৫৯৩ বাইটের নিবন্ধ সরিয়ে আনা অবশ্যই যৌক্তিক; কেননা - নিবন্ধটি পূর্বেই রচিত হয়েছে ও ইংরেজির সাথে লিঙ্কড করা। তবে, এফ রহমান-কে ধন্যবাদ রসায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিবন্ধটি সম্প্রসারণের জন্য। অনু রচিত না হলে বর্তমান অণু’র গ্রহণযোগ্যতা বাড়তো না এটা যেমন সত্যি; তেমনি, ‘অনু’ (!) নিবন্ধকে পুণঃনির্দেশনা দেয়াও যাবে না মূলতঃ অর্থের পার্থক্যজনিত কারণে। উইকির গ্রহণযোগ্যতার স্বার্থেই অবিলম্বে অনু মুছে ফেলতে হবে। - Suvray ১৮:৪৪, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
- মন গড়া শব্দ দিয়ে নিবন্ধ রচনা করা উচিত নয়। এরকম মন্তব্য এলে আর কি বা বলার থাকে! যাই হোক আপনারা পুরাতন উইকিপিডিয়ান। অবশ্যই উইকিপিডিয়ায় প্রতি আপনাদের দ্বায়বদ্ধতা বেশী। উইকিপিডিয়ায় কাজ করছি নিজের আনন্দে, তর্ক বা কারো ভূল ধরতে নয়। অনুযোগ না অভিযোগ কিছুই করিনি। শুধু জানতে চেয়েছিলাম। তাতে নিজের রসায়ন জ্ঞানটা সমৃদ্ধ হতো। আপনি প্রথমে যে অনু গঠিত শব্দের উদাহরণ দিয়েছেন এটা উপসর্গ। ভালো লাগলো। ভালো থাকবেন। এফ রহমান বাংলাদেশী (আলাপ) ২২:০৩, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
- অর্থবোধক তৎসম উপসর্গে অনু’র ব্যবহার রয়েছে - অনুগমন (পশ্চাদর্থে), অনুরূপ (সাদৃশ্যার্থে), অনুক্ষণ (ব্যাপ্তি অর্থে), অনুগত (অধীন অর্থে), অনুলোপন (বারংবার অর্থে)। অন্যদিকে - বিশেষ্য পদে ‘অনু’ অর্থ অনুরূপ, অনুযায়ী, পশ্চাৎ, পশ্চাৎভাগ, পিছন দিক। আর আলোচ্য নিবন্ধের ‘অণু’ অর্থ পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ। সুতরাং, অণু এবং অনু এক শব্দ নয়! - Suvray ০৩:৪৬, ২৮ জুলাই ২০১৪ (ইউটিসি)
- মন গড়া শব্দ দিয়ে নিবন্ধ রচনা করা উচিত নয়। এরকম মন্তব্য এলে আর কি বা বলার থাকে! যাই হোক আপনারা পুরাতন উইকিপিডিয়ান। অবশ্যই উইকিপিডিয়ায় প্রতি আপনাদের দ্বায়বদ্ধতা বেশী। উইকিপিডিয়ায় কাজ করছি নিজের আনন্দে, তর্ক বা কারো ভূল ধরতে নয়। অনুযোগ না অভিযোগ কিছুই করিনি। শুধু জানতে চেয়েছিলাম। তাতে নিজের রসায়ন জ্ঞানটা সমৃদ্ধ হতো। আপনি প্রথমে যে অনু গঠিত শব্দের উদাহরণ দিয়েছেন এটা উপসর্গ। ভালো লাগলো। ভালো থাকবেন। এফ রহমান বাংলাদেশী (আলাপ) ২২:০৩, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)