আর্থার জেমস রিচার্ড অ্যাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্থার জেমস রিচার্ড অ্যাশ
ব্রিটিশ কলাম্বিয়া আইনসভা'র সদস্য
কাজের মেয়াদ
১৯৪৮ – ১৯৫২
পূর্বসূরীনরম্যান উইলিয়াম হুইটেকার
সংসদীয় এলাকাসানিচ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০৬-০৯-৩০)৩০ সেপ্টেম্বর ১৯০৬
ব্র্যান্ডন, ম্যানিটোবা
মৃত্যু১৯৮৮ (বয়স ৮১–৮২)
ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়া
জাতীয়তাকানাডীয়
রাজনৈতিক দলব্রিটিশ কলাম্বিয়া লিবারেল পার্টি
দাম্পত্য সঙ্গীভেরা ম্যারি কারনি
পেশাসেনা ল্যাফটেনেন্ট

আর্থার জেমস রিচার্ড অ্যাশ (৩০ সেপ্টেম্বর, ১৯০৬[১] – ১৫ জানুয়ারি, ১৯৮৮[২]) ব্রিটিশ কলম্বিয়ার একজন বণিক, পৌরকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়া লিবারেল পার্টির প্রতিনিধি হিসেবে ব্রিটিশ কলাম্বিয়া আইনসভায় সানিচের প্রতিনিধিত্ব করেছিলেন।

প্রারম্ভিক ও পারিবারিক জীবন[সম্পাদনা]

আর্থার অ্যাশ ১৯০৬ সালে ম্যানিটোবার ব্র্যান্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ডাব্লিউ এইচ অ্যাশ এবং ক্যাথারিন ম্যাকডোনাল্ডের ছেলে। তিনি অটোয়ায় শিক্ষালাভ করেন। অ্যাশ ১৯৪৩ সালে ভেরা মারি কার্নিকে বিয়ে করেছিলেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

আর্থার অ্যাশের কর্মজীবন শুরু হয় ১৯৩৪ সালে। তাকে অটোয়ার কানাডা মিলিশিয়ার ৪র্থ প্রিন্সেস লুইস ড্রাগুন গার্ডের একজন লেফটেন্যান্ট হিসাবে মনোনীত করা হয়েছিল। তিনি ১৯৩৪ থেকে ১৯৪২ পর্যন্ত অটোয়ায় একজন পৌর মুখ্যকর্তা ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহন করেছিলেন এবং ১৯৪৬ সালে ব্রিটিশ কলাম্বিয়ার সানিচে চলে আসেন [১] ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নরম্যান উইলিয়াম হুইটেকারের নাম ঘোষণার পর ১৯৪৮ সালের উপনির্বাচনে অ্যাশ প্রথমবারের মতো নির্বাচিত হন। তিনি প্রাদেশিক পরিষদে লিবারেল-কনজারভেটিভ জোটের সদস্য ছিলেন। ১৯৫২ সালে পুনর্নির্বাচনে অ্যাশ পরাজিত হয়েছিলেন।[৩] তিনি সানিচ নগরের মুখ্য শাসক হিসাবে দুইবার ক্ষমতায় ছিলেন।[৪]

মৃত্যু[সম্পাদনা]

আর্থার অ্যাশ ১৯৮৮ সালে ৮১ বছর বয়সে ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়ায় মৃত্যু বরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Normandin, Pierre G (১৯৫১)। Canadian Parliamentary Guide 1951 
  2. "Vital Event Death Registration"। BC Archives। সংগ্রহের তারিখ ২০১১-১১-২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Electoral History of British Columbia, 1871-1986" (পিডিএফ)। Elections BC। সংগ্রহের তারিখ ২০১১-০৭-২৭ 
  4. "Candidate looks to continue service"Oak Bay News। অক্টোবর ১১, ২০১১। মার্চ ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-২৯