নরম্যান উইলিয়াম হুইটেকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরম্যান উইলিয়াম হুইটেকার
ব্রিটিশ কলাম্বিয়া আইনসভা'র সদস্য
কাজের মেয়াদ
১৯৩৩ – ১৯৪৭
পূর্বসূরীসাইমন ফ্রেজার টলমি
উত্তরসূরীআর্থার জেমস রিচার্ড অ্যাশ
সংসদীয় এলাকাসানিচ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৩-১১-১৮)১৮ নভেম্বর ১৮৯৩
কামলুপস, ব্রিটিশ কলাম্বিয়া
মৃত্যু১৯৮৩ (বয়স ৮৯–৯০)
জাতীয়তাকানাডীয়
রাজনৈতিক দলব্রিটিশ কলাম্বিয়া লিবারেল পার্টি
দাম্পত্য সঙ্গীগোয়েনডোলাইন সি এ জিলিস
পেশাআইনজীবি, বিচারক

নরম্যান উইলিয়াম হুইটেকার ( ১৮ নভেম্বর, ১৮৯৩ – ১৯৮৩) ব্রিটিশ কলাম্বিয়ার একজন কানাডিয় আইনজীবী, বিচারক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ব্রিটিশ কলাম্বিয়া লিবারেল পার্টির সদস্য হিসেবে ১৯৩৩ থেকে ১৯৪৭ পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়া আইনসভায় সানিচের প্রতিনিধিত্ব করেন।

প্রারম্ভিক ও পারিবারিক জীবন[সম্পাদনা]

নরম্যান উইলিয়াম হুইটেকার ১৮৯৩ সালে[১] ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপসে জন্মগ্রহণ করেন এবং ভিক্টোরিয়ায় শিক্ষিত হন। হুইটেকার আইনবিদ্যা অধ্যয়ন করার পর, ভিক্টোরিয়ায় বারের যুক্ত হন এবং সেখানে পেশাজীবি হিসেবে আইন অনুশীলন করেন। [২] ১৯২৯ সালে, তিনি গোয়েনডোলাইন সি এ জিলিসকে বিয়ে করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

নরম্যান উইলিয়াম হুইটেকার ১৯৩৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়া আইনসভার স্পিকার ছিলেন। হুইটকার ১৯৪১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন; লিবারেল-কনজারভেটিভ জোট সরকারের পক্ষে তদবির করার জন্য তিনি তার মন্ত্রিসভা পদ থেকে পদত্যাগ করেন। ১৯৪৭ সালে, হুইটটেকার ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টের জন্য নিযুক্ত হলে আইনসভায় তার আসন থেকে পদত্যাগ করেন। ১৯৬৩ সালে তিনি ব্রিটিশ কলাম্বিয়ার আপিল আদালতের বিচারক মনোনীত হন। স্ত্রীর স্বাস্থ্যের সমস্যার কারণে হুইটকার পরের বছর অবসর নেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

নরম্যান উইলিয়াম হুইটেকার ১৯৮৩ সালে ৯০ বছর বয়সে ভ্যাঙ্কুভারে মৃত্যু বরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Vital Event Marriages Registration"। BC Archives। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Moore, Christopher (১৫ মার্চ ২০১০)। The British Columbia Court of Appeal: the first hundred years, 1910-2010। UBC Press। পৃষ্ঠা 123। আইএসবিএন 978-0-7748-1864-3। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০৪ 
  3. "Vital Event Births Registration"। BC Archives। সংগ্রহের তারিখ ২০১১-০৮-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]