এই উইকিতে, ভাষার লিঙ্কগুলি পাতার উপরের দিকে নিবন্ধের শিরোনামের পাশে রয়েছে। উপরে চলুন।
আয়তন অনুযায়ী ব্রাজিলীয় রাজ্যগুলির তালিকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Brazilian states by area.
ব্রাজিলে ২৭টি রাজ্য রয়েছে, (পর্তুগিজ: estados) যেগুলো হচ্ছে ব্রাজিলের ফেডারেল রাজ্য, ব্রাসিলিয়া ব্রাজিলের অন্যতম প্রধান শহর ও রাজধানী। নিচে এই রাজ্যগুলির তালিকা দেয়া হল। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে যথাক্রমে এটি বিশ্বের ৬ষ্ঠ এবং ৫ম বৃহত্তম দেশ। ৮,৫১৫,৭৬৭ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ২০৮,৯৪২,০০০ জন।