আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ)
আমিনুল ইসলাম | |
---|---|
![]() রহনপুর এ আমিনুল ইসলাম, সেপ্টেম্বর ২০১৯ | |
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | গোলাম মোস্তফা বিশ্বাস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নাচোল, চাঁপাইনবাবগঞ্জ | ১৫ জুন ১৯৬৯
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) |
পেশা | রাজনীতিবিদ |
আমিনুল ইসলাম একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
আমিনুল ইসলাম ১৯৬৯ সালের ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লালমনিরহাট জেলার সদর উপজেলার মাহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে। তার পিতার নাম হামিদুর রহমান ও মাতার নাম সোনিয়া রহমান। হামিদুর রহমান স্থানীয় রেজিস্ট্রি অফিসে মুহুরি ছিলেন। আমিনুল উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে ব্যবসাতে যুক্ত হন।[১]
রাজনৈতিক জীবন[সম্পাদনা]
আমিনুল ইসলাম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমানকে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪] তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জিয়াউর রহমানের কাছে পরাজিত হন।[৫] তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিএনপির চাপানো আমিনুল নয়, ভোটারদের পছন্দ বাইরুল"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "একাদশ সংসদ নির্বাচন"। সমকাল। ৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "আমিনুল ইসলাম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]