আমব্লিপদিয়া আনিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পার্পেল লিফ ব্লু
Purple Leaf Blue
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Lycaenidae
গণ: Amblypodia
প্রজাতি: A. anita
দ্বিপদী নাম
Amblypodia anita
Moore,1862
প্রতিশব্দ

Horsfieldia anita

পার্পেল লিফ ব্লু (বৈজ্ঞানিক নাম: Amblypodia anita) এক প্রজাতির মাঝারী আকারের ধূসর বাদামী রঙের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং ‘থেকলিনি’ উপগোত্রের সদস্য।

আকার[সম্পাদনা]

পার্পেল লিফ ব্লু এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪৫-৫২ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত পার্পেল লিফ ব্লুর উপপ্রজাতিসমূহ হল-[২]

  • Amblypodia anita dina Fruhstorfer, 1907 – Indian Purple Leaf Blue
  • Amblypodia anita gigantea Tytler, 1927 – Manipur Purple Leaf Blue
  • Amblypodia anita andamanica Riley, 1922 – Andaman Purple Leaf Blue

বিস্তার[সম্পাদনা]

পার্পেল লিফ ব্লু এর দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্তরে। এদের ভারত[৩] এর মুম্বাই, মধ্যপ্রদেশ, ওড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ এছাড়া আসাম মালয়েশিয়া, জাভা তেও এদের দেখা যায়।[৪]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ ও স্ত্রী উভয় নমুনাতেই পিছনের ডানায় লতিযুক্ত লেজ বর্তমান। উভয় ডানার নিম্নতল শুকনো পাতার মত এবং হালকা বেগুনী অথবা পার্পেল ও বাদামীর সংমিশ্রণ। যদি রং ও দাগ ছোপ এর পরিবর্তন লক্ষ্য করা যায়। সামনের দানার নিম্নপৃষ্ঠের শীর্ষভাগ থেকে পিছনের ডানার নিম্নপৃষ্ঠে টর্নাস পর্যন্ত একটি কালো আঁকাবাঁকা রেখা সর্বদা বিদ্যমান।[৫]

পুরুষ নমুনায় ডানার উপরিতল ঘন পার্পেল অথবা নীলচে বর্ণের, সামনের ডানার উপরিতলএ ১.৫ থেকে ২.৫ মিমি চওড়া কালো প্রান্তসীমারেখা খুব সরু।

স্ত্রী নমুনায়, ডানার উপরিতল কালচে বাদামী ও উভয় ডানার ডিসকাল অংশ উজ্জ্বল পার্পেল যা কখনো কখনো দেখা যায় না, বিশেষত পিছনের ডানার উপরিতলে। [৬]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Filed Guide Butterflies of India। Mumbai: Bombay Natural History Society, Hornbill House। পৃষ্ঠা 299-300। আইএসবিএন 978 938467801 2 
  2. "Amblypodia anita Hewitson, 1862 – Purple Leaf Blue"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৮ 
  3. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 110। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164 
  4. "Amblypodia Horsfield, [1829]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  5. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ৫২। 
  6. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 221। আইএসবিএন 978 019569620 2 

বহিঃসংযোগ[সম্পাদনা]