আবু হোসেন সিদ্দিক
অধ্যাপক ড. আবু হোসেন সিদ্দিক | |
---|---|
দ্বিতীয় উপাচার্য | |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২৬ অক্টোবর ২০০৮ – ২৪ ফেব্রুয়ারি ২০০৯ | |
পূর্বসূরী | এ. কে. এম. সিরাজুল ইসলাম খান |
উত্তরসূরী | মেসবাহউদ্দিন আহমেদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিরাজগঞ্জ, বাংলাদেশ |
মৃত্যু | ১৮ ফেব্রুয়ারি ২০১৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
আবু হোসেন সিদ্দিক (মৃত্যু: ১৮ ফেব্রুয়ারি ২০১৫) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য।[১]
জন্ম
[সম্পাদনা]তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]সিদ্দিক ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কর্মজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক, উত্তরা ব্যাংকের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আবু হোসেন সিদ্দিক ২০০৮ সালের ২৬ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
মৃত্যু
[সম্পাদনা]আবু হোসেন সিদ্দিক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "জবির সাবেক উপাচার্য আবু হোসেন সিদ্দিক মারা গেছেন"। সমকাল। ১৮ ফেব্রুয়ারি ২০১৫। ৩১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "উপাচার্যের দপ্তর"। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ক খ "ড. আবু হোসেনের মৃত্যুতে উত্তরা ব্যাংকের শোক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।