মেসবাহউদ্দিন আহমেদ (পদার্থবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
মেসবাহউদ্দিন আহমেদ
প্রথম চেয়ারম্যান
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৮
পূর্বসূরীঅফিস সৃষ্ট
তৃতীয় উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি ২০০৯ – ২৪ ফেব্রুয়ারি ২০১৩
পূর্বসূরীআবু হোসেন সিদ্দিক
উত্তরসূরীমীজানুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1947-12-01) ১ ডিসেম্বর ১৯৪৭ (বয়স ৭৬)
কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব কেন্ট অ্যাট ক্যান্টারবেরি
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

মেসবাহউদ্দিন আহমেদ (জন্ম: ১ ডিসেম্বর ১৯৪৭) একজন বাংলাদেশী পদার্থবিদ ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় উপাচার্য। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রথম চেয়ারম্যান।[১]

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯৪৭ সালের ১ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষা[সম্পাদনা]

মেসবাহউদ্দিন আহমেদ ১৯৬২ সালে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৬৪ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৭ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্ট অ্যাট ক্যান্টারবেরি থেকে ১৯৭৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (১৯৭৯-১৯৮০) এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (১৯৭৯-১৯৮০) পোস্ট ডক্টরাল গবেষণা করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

মেসবাহউদ্দিন ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে তিনি অধ্যাপক হিসেবে অবসর লাভ করেন। এছাড়া একাধিক বিদেশী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও তিনি অধ্যাপনা করেছেন।[৪]

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বিজ্ঞান অনুষদের ডিন, কবি জসীম উদ্‌দীন হলের প্রভোস্টসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।[৩]

মেসবাহউদ্দিন আহমেদ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৫] দীর্ঘদিন তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।[৬] ২০২২ সালে তিনি পুনরায় পরবর্তী চার বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিযুক্ত হন।[৭]

প্রকাশনা[সম্পাদনা]

পদার্থ বিজ্ঞানের উপর বই রচনার পাশাপাশি তিনি দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রায় একশত নিবন্ধ প্রকাশ করেছেন।[৪]

সদস্যপদ[সম্পাদনা]

মেসবাহউদ্দিন আহমেদ বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন ফেলো। এছাড়া তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাক্রেডিটেশন কাউন্সিলে প্রথম চেয়ারম্যান নিয়োগ"বাংলাদেশ জার্নাল। ১০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  2. "Prof. Mesbahuddin Ahmed" [অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ]। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  3. "অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য" (পিডিএফ)জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার্তা: ৩। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  4. "প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এর জীবন বৃত্তান্ত"বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৩ 
  5. "উপাচার্য মহোদয়গণের মেয়াদকাল"জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  6. "সরকার কর্তৃক বিএসি'র চেয়ারম্যান নিয়োগ"বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২ 
  7. "আবারো অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন ড. মেসবাহউদ্দিন আহমেদ"শিক্ষার আলো। ২১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২