আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়
মন্ত্রণালয় রূপরেখা
গঠিত১৯৫২; ৭২ বছর আগে (1952)
যার এখতিয়ারভুক্তভারত সরকার
সদর দপ্তরNirman Bhawan, নতুন দিল্লি
বার্ষিক বাজেট৭৬,৪৩২ কোটি (US$ ৯.৩৪ বিলিয়ন) (2023-24 est)[১]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
মন্ত্রণালয় নির্বাহী
  • Manoj Joshi, IAS, Secretary (Housing and Urban Affairs)
ওয়েবসাইটmohua.gov.in

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় (এম. ও. এইচ. ইউ. এ) হল ভারত সরকার একটি মন্ত্রণালয় , যার ভারতে আবাসন ও নগরোন্নয়ন সংক্রান্ত বিধি ও প্রবিধান প্রণয়ন ও প্রশাসনের নির্বাহী কর্তৃত্ব রয়েছে। এই মন্ত্রক ভেঙ্কাইয়া নাইডু অধীনে ছিল এবং নাইডু যখন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তখন হরদীপ সিং পুরী দেওয়া হয়েছিল।[২] ২০০৪ সালে আবাসন ও নগর দারিদ্র্য বিমোচন মন্ত্রক থেকে স্বাধীন হয়ে ওঠে এই মন্ত্রক , কিন্তু পরে ২০১৭ সালে পুনরায় এর সঙ্গে একীভূত হয়।[৩][৪]

মন্ত্রক ন্যাশনাল সিটি রেটিংও প্রকাশ করেছে যা ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর স্থান দিয়েছে যার অধীনে ইন্দোর সবচেয়ে পরিচ্ছন্ন হিসাবে চিহ্নিত করা হয়েছিল।[৫]

মন্ত্রক ২৭শে আগস্ট ২০১৫ সালে ভারতে স্মার্ট সিটি ঘোষণা করে।

২০১৯ সালের জুলাই মাসে মন্ত্রক মেট্রোলাইট পরিবহন ব্যবস্থার জন্য নির্দিষ্টকরণ প্রকাশ করে একটি সস্তা ছোট এবং ধীর গতির মেট্রো ব্যবস্থা।[৬]

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক হল সিপিডব্লিউডি র তিনটি ক্যাডারের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি (সিসিএ)।[৭]

১) সেন্ট্রাল আর্কিটেক্টস সার্ভিসেস (সিএএস)

2) সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (সি. ই. এস.)

৩) সেন্ট্রাল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (সিইএমইএস)

এগুলি হল গ্রুপ এ সিভিল সার্ভিসেস।

সংগঠন[সম্পাদনা]

সংযুক্ত অফিসগুলি[সম্পাদনা]

অধস্তন অফিস[সম্পাদনা]

  • নগর ও দেশ পরিকল্পনা সংস্থা
  • স্টেশনারি অফিস
  • প্রকাশনা বিভাগ

সংবিধিবদ্ধ সংস্থাগুলি[সম্পাদনা]

কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত উদ্যোগ[সম্পাদনা]

পরিকল্পনা[সম্পাদনা]

যৌথ উদ্যোগ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Demand for Grants 2020-21 Analysis : Housing and Urban Affairs" 
  2. National Portal of India : Government : Who's Who
  3. The Ministry ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-০৯-১৪ তারিখে Ministry of Housing and Urban Poverty Alleviation.
  4. K Dash, Dipak (জুলাই ৮, ২০১৭)। "MoHUA is the new name for urban development & housing ministry"The Times of India। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৪, ২০১৭ 
  5. "Swachh Survekshan 2017 Report (ref page 7)" (পিডিএফ)। ১২ জুলাই ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 
  6. MoHUA (২০ জুলাই ২০১৯)। "Standard Specifications of Light Urban Rail Transit System "METROLITE"" (পিডিএফ)mohua.gov.in। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  7. Govt of India। "CPWD, Ministry of Housing and Urban Affairs" (পিডিএফ)