আবদুর রহমান ফকির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা
আবদুর রহমান ফকির
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৮৮
পূর্বসূরীওয়াজেদ হোসেন তরফদার
উত্তরসূরীসাইফুর রহমান ভান্ডারী
ব্যক্তিগত বিবরণ
জন্ম০৯, অক্টবর ১৯১৯
চকভালী, বগুড়া
মৃত্যু২০০৮
নাগরিকত্ববাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
দাম্পত্য সঙ্গীজহরা বেগম
সন্তান৭ জন,৪ মেয়ে ৩ ছেলে

মাওলানা আবদুর রহমান ফকির বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

জন্ম[সম্পাদনা]

মাওলানা আব্দুর রহমান ফকির ১৯১৯ সালের ৯ অক্টোবর বগুড়া জেলার সদর থানার চকভালী গ্রামে বিখ্যাত দীনি পরিবার ফকির পরিবারে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আবদুর রহমান ফকির ১৯৭৯ সালে বগুড়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ছিলেন।[৩] তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে তিনি বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।[৪]

গ্রন্থ[সম্পাদনা]

আবদুর রহমান ফকির বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:[৫]

  • কালেমা তাইয়্যেবাঃ দিন বদলের শ্বাশত বাণী
  • চল্লিশ হাদিস

মৃত্যু[সম্পাদনা]

আবদুর রহমান ফকির ২০০৮ সালের ০৮'ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "১৯৮৬ সালে জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপি ছিলেন যারা"jamaat-e-islami.org। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০ 
  3. "বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭৯ সালে জেলা আমীর ছিলেন যারা"jamaat-e-islami.org। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আবদুর রহমান ফকির"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭ 
  5. "কালেমা তাইয়্যেবা - মাওলানা আব্দুর রহমান ফকির"www.rokomari.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]