বিষয়বস্তুতে চলুন

আনোয়ারুল হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনোয়ারুল হক
জন্ম(১৯১৮-০৭-১৮)১৮ জুলাই ১৯১৮
মৃত্যু১৮ নভেম্বর ১৯৮১(1981-11-18) (বয়স ৬৩)
জাতীয়তাবাংলাদেশী
পরিচিতির কারণচারুশিল্পী
পুরস্কারএকুশে পদক

আনোয়ারুল হক (জুলাই ১৮, ১৯১৮-নভেম্বর ১৮, ১৯৮১) ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী।[][] তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারি আর্ট ইন্সটিটিউট (বর্তমানে চারুকলা ইন্সিটিটিউট) গড়ে তোলার পেছনে তার ভূমিকা ছিল। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন।[]

১৯৪৫ সালে সর্বভারতীয় শিল্পকলা প্রতিযোগিতায় 'জল রঙ চিত্রে' শ্রেষ্ঠ শিল্পীর সম্মান লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Azadi, Dainik (১৮ নভেম্বর ২০২০)। "চিত্রকলার বিকাশে এক অনন্য পথিকৃৎ শিল্পী আনোয়ারুল হক"দৈনিক আজাদী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "চিত্রশিল্পী আনোয়ারুল হকের প্রয়াণ"banglanews24.com। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০
  3. তপন পালিত (২০১২)। "হক, আনোয়ারুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M