আনাস হাক্কানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনাস হাক্কানি
انس حقانی
তালেবান আন্দোলন কর্তৃক ব্যবহৃত পতাকা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৯৪ (বয়স ২৯–৩০)
জাতীয়তাআফগান
রাজনৈতিক দলতালিবান, হাক্কানি নেটওয়ার্ক
সম্পর্কজালালউদ্দীন হাক্কানি (পিতা)
খলিল হাক্কানি (চাচা)
সিরাজউদ্দীন হাক্কানি (ভাই)
আব্দুল আজিজ হাক্কানি (ভাই)
প্রাক্তন শিক্ষার্থীদারুল উলুম হাক্কানিয়া, পাকিস্তান
ধর্মইসলাম
সামরিক পরিষেবা
আনুগত্যআফগানিস্তান ইসলামি আমিরাত
শাখাহাক্কানি নেটওয়ার্ক

আনাস হাক্কানি (পশতু: انس حقانی; জন্ম : ১৯৯৪ খ্রি.) হলেন আফগানিস্তান ইসলামি আমিরাততালেবান আন্দোলনের একজন নেতা, যিনি কাতারের রাজধানী দোহায় তালেবানের আলোচনা দলের একজন সদস্য ছিলেন। তিনি মুজাহিদ নেতা ও হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির সর্বকনিষ্ঠ পুত্র, যিনি সোভিয়েত এবং মার্কিনদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এছাড়া তিনি সিরাজ উদ্দিন হাক্কানির ছোট ভাই, যিনি বর্তমান আফগান ইসলামি আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রী।[১][২][৩]

পশতুন কবিতার প্রতি তার প্রচণ্ড আগ্রহ রয়েছে; তিনি নিজেও একজন কবি।[৪] আমেরিকান ভাষ্যকার বিল রজিও বলেন যে, তিনি প্রধানত আরব বিশ্বে একজন দাঈ, তহবিল সংগ্রহকারী ও হাক্কানিদের রাষ্ট্রদূত।[৫]

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

আনাস মুজাহিদ নেতা জালাল উদ্দিন হাক্কানির ছেলে, যিনি একজন পশতুন মুজাহিদ এবং আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশের তালেবানপন্থী সশস্ত্র বাহিনীর সামরিক নেতা।

নিজের পশতুন মায়ের পক্ষে তার জীবিত ভাই হলেন সিরাজুদ্দিন হাক্কানি ও আব্দুল আজিজ হাক্কানি, যখন তার বাবার দ্বিতীয় স্ত্রী আরব আমিরাতে থাকেন এবং সন্তানরা তার সাথে সেখানেই বসবাস করে।[৬]

তিনি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছেন এবং ইসলাম শিক্ষায় তাকে তার বাবার দ্বারা হোমস্কুল করা হয়েছে।[৪]

পরবর্তী কালে তিনি রাজনীতিকম্পিউটার বিজ্ঞানে কিছু স্বল্পমেয়াদী কোর্স করেন, কিন্তু আমেরিকানদের হাতে বন্দী হলে তার উচ্চ শিক্ষা বন্ধ করতে হয়।[৭]

বন্দী[সম্পাদনা]

আনাসকে ২০১৪ সালের ১২ই নভেম্বর বাহরাইনে বন্দী করা হয়েছিল,[৪] যখন তার বয়স ২০ বছর ছিল এবং তখন তিনি কাতারের দোহাতে তালেবান আন্দোলনের রাজনৈতিক অফিসে গুয়ানতানামো কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের সাথে দেখা করে বৈধভাবে দেশে ফিরে আসছিলেন। আমেরিকান সৈন্যরা তাকে আটক করে কাতারে ফিরিয়ে নিয়ে যায়।[৪][৮]

একদিনের জিজ্ঞাসাবাদের পর তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানান্তরিত করা হন এবং আফগান সরকারী গোয়েন্দা সংস্থা "ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সদর দফতরে ৯ মাস ধরে বন্দী থাকেন। এরপর তিনি বাগরাম কারাগারে বন্দী ছিলেন। আনাস বলেন যে, তালেবানদেরকে আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় রাজি করতে প্রচেষ্টা চালানোর জন্য তাকে আটক করা হয়েছিল, যখন তালেবান পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চেয়েছিল। কারাগারে থাকা অবস্থায় তাকে দুবার মৃত্যুদণ্ড দেওয়া হয়।[৪]

আনাসের আত্মপক্ষ সমর্থনে আফগান তালেবানদের মুখপাত্র সুহেল শাহীন বলেছেন যে, তিনি একজন ছাত্র এবং যুদ্ধের সাথে তার কোনো সম্পর্ক নেই।[৮] তিনি ২০১৯ সালের ১৮ নভেম্বরে বন্দী বিনিময়ে মুক্তি পান।[৪]

মুক্তির পর[সম্পাদনা]

২০২১ সালের আগস্টে তালেবানের হাতে কাবুল পতন হওয়ার পর হাক্কানি কাবুলে গিয়েছিলেন, যেমনটি তার চাচা খলিল হাক্কানিও করেছিলেন। আনাস বলেন যে, তালেবান যে হাক্কানি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন এবং হাক্কানি নেটওয়ার্ক সত্যিকার অর্থে এর অংশ নয় এমন কথা অস্বীকারের জন্য হাক্কানি পরিবারের প্রতিনিধির সেখানে উপস্থিত হওয়া দরকার ছিল।[৪]

২০২১ সালের আগস্টে আনাস হাক্কানি ও আহমদুল্লাহ আল ওয়াসিক আফগানিস্তান ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন। তারা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং জাতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করে ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।[৯][১০]

২০২১ সালের সেপ্টেম্বরে, হাক্কানি মাহমুদ গজনভিকে "দশম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম যোদ্ধা এবং মুজাহিদ" বলে অভিহিত করার জন্য টুইটারে হিন্দুদের কাছ থেকে সমালোচনার স্বীকার হয়েছেন, যিনি গযনি থেকে এই অঞ্চলে একটি শক্তিশালী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং সোমনাথের মূর্তিটি ভেঙে দেন।[১১]

প্রিন্স হ্যারির একটি ঘোষণার পর হাক্কানি টুইট করেন: "মিস্টার হ্যরি, আপনি যাদের মেরেছিলেন তারা দাবার টুকরা ছিল না, তারা মানুষ ছিল; তাদের পরিবার ছিল, যারা ছিল তাদের সকলের ফিরে আসার অপেক্ষায় ... আমি কখনো আশা করি না যে, আন্তর্জাতিক অপরাধ আদালত আপনাকে তলব করবে অথবা মানবাধিকার কর্মীরা আপনাকে নিন্দা করবে; কারণ তারা আপনার ব্যাপারে বধির ও অন্ধ"।[১২] মিস্টার হ্যারি যুদ্ধে নিহত তালেবান সদস্যদের মানুষ বলে মনে করেনি।

আরো দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Https://www.arabnews.pk/node/2037596/pakistan
  2. "طالبان مذاکراتی ٹیم پنجابی میں کون کیا ہے؟"BBC News اردو 
  3. "Taliban commanders 'land in Qatar' as part of prisoner swap move" 
  4. Kakar, Ahmed-Waleed (৩০ আগস্ট ২০২১)। "Taliban, the Next Generation"Newlines Magazine। ২০২১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. Alikozai, Hasib Danish; Mafton, Khalid (১৫ নভেম্বর ২০১৯)। "Apart Amid Uncertainty About Inmates Whereabouts"VOANews। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. Yusufzai, Arshad (৭ মার্চ ২০২২)। "Sirajuddin Haqqani, feared and secretive Taliban figure, reveals face in rare public appearance"Arab News 
  7. "Translation of the biographies of the Taleban negotiation team"Afghanistan Analysts Network। ২১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৩ 
  8. "طالبان کا شاعر کمانڈر انس حقانی" 
  9. "Afghanistan's first Test against Australia still set for November"TheGuardian.com। সেপ্টেম্বর ২০২১। 
  10. "'We want good relations': Taliban says Afghanistan, Australia cricket Test to proceed" 
  11. Krishnankutty, Pia (২০২১-১০-০৬)। "'Muslim warrior, smashed idol of Somnath': Taliban leader Anas Haqqani praises Mahmud Ghaznavi"ThePrint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১০ 
  12. "BA unveils jumpsuits in first uniform revamp for 20 years"BBC News (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬