আনাতোলী মার্চেন্কু
আনাতোলী মার্চেন্কু | |
---|---|
Анатолий Тихонович Марченко | |
![]() আনাতোলী মার্চেন্কু | |
জন্ম | |
মৃত্যু | ৮ ডিসেম্বর ১৯৮৬ | (বয়স ৪৮)
মৃত্যুর কারণ | অনশন |
জাতীয়তা | রুশ |
নাগরিকত্ব | সোভিয়েত ইউনিয়ন |
পেশা | খনিকর্মী, লেখক, মানবাধিকার কর্মী |
কর্মজীবন | ১৯৫৮ - ১৯৮৬ |
পরিচিতির কারণ | মানবাধিকার কর্মী, মস্কো হেলসিংকি পন্থী দলের সহ-স্থাপতি |
দাম্পত্য সঙ্গী | লারিসা বোগরাজ |
পুরস্কার | শাখারভ পুরস্কার |
আনাতোলী তিকহোনোভিচ মার্চেন্কু (রুশ: Анато́лий Ти́хонович Ма́рченко, ২৩ জানুয়ারি ১৯৩৮ - ৮ ডিসেম্বর ১৯৮৬) হলেন একজন সোভিয়েত প্রতিবাদী, লেখক ও মানবাধিকার কর্মী। শাখারভ পুরস্কার প্রবর্তন করা হলে তিনি নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে প্রথমবারই এই পুরস্কার লাভ করেন।
প্রাথমিক জীবন[সম্পাদনা]
মার্চেন্কু ১৯৩৮ সলের ২৩ জানুয়ারি সোভিয়েত রাশিয়ার সাবেরিয়া অঞ্চলের নোভোসিবির্স্ক ওবলাস্ট এলাকার বারাবিন্সকে এক দরিদ্র ও নিরক্ষর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন রেলগাড়ির ফায়ারম্যান এবং মা ছিলেন রেলস্টেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী।[১] এই দম্পত্তির আরও দুই পুত্র সন্তান ছিলো যাদের একজন শিশু বয়সেই মৃত্যুবরণ করে।
সোভিয়েত ইউনিয়নের মাধ্যমিক শিক্ষা পদ্ধতিতে ২ বছর অতিক্রম করার পর পরই মার্চেন্কু পড়াশোনা ত্যাগ করেন এবং কমসোমল'এ যোগদান করেন। এই কোম্পানিতে তিনি একজন ফোরম্যান হিসাবে দায়িত্ব পালন করতেন এবং এর মাধ্যমে সমগ্র সাইবেরিয়া অঞ্চলে ভ্রমণ করেন।
কর্মজীবন[সম্পাদনা]
দরিদ্র অবস্থা থেকে উঠে এসে ১৯৫৮ সাল থেকে বিভিন্ন সময় রাজনৈতিক মতাদর্শনের কারণে কারান্তরীন হওয়ার ফলে অন্যান্য রাজনৈতিক নেত্রীবৃন্দের সংস্পর্শে এসে তিনি প্রভূত রাজনৈতিক জ্ঞান লাভ করেন এবং পরবর্তীতে রাজনৈতিক নেতা ও লেখক হিসাবে আত্মপ্রকাশ করেন।[২][৩][১]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ Marchenko, Anatoly (১৯৭১) [1969]। Scammell, Nichael, সম্পাদক। My Testimony। Harmondsworth, Middlesex, England: Penguin। , পৃষ্ঠা: ২৫।
- ↑ Marchenko, Anatoly (১৯৮০)। Rubinstein, Joshua, সম্পাদক। From Tarusa to Siberia
। Royal Oak, Michigan: Strathcona। , পৃষ্ঠা: ১৭।
- ↑ Hyung-min, Joo (২০০৪)। "Voices of Freedom: Samizdat"। Europe-Asia Studies। 56 (4): 571–94। জেস্টোর 4147387। ডিওআই:10.1080/0966813042000220476।