বিষয়বস্তুতে চলুন

আধুনিক গান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আধুনিক গান হলো প্রগতিশীল চিন্তাপ্রসূত যুগদাবি অনুযায়ী রচিত গান[][] এ গানের পরিধি ব্যাপক, যুগের সাথে তাল মিলিয়ে এ গানের কথা, সুর, তাল ইত্যাদি বিষয়গুলো ভিন্ন ভিন্ন হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

আধুনিক যুগ শুরুর পর থেকে এ গান ইউরোপে প্রথম শুরু হয়। তারপর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় জীবন ও জগৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি, সুরুচিসম্মত ভাব, ভাষা ও আধুনিক সুর-তাল সমন্বয়ে এর উৎপত্তি। আঠারো শতকের শেষভাগে নিধু গুপ্তের  টপ্পা গানের মাধ্যমে আধুনিক বাংলা গানের সূচনা হয়। সূচনালগ্নে নরনারীর প্রেমবিরহের কাহিনী ছিল এর মুখ্য বিষয়। ব্রিটিশ ভারতে কলকাতা বেতারে ভাবগীতি ও কাব্যগীতি নামে প্রথম এ গান প্রচারিত হয়। রবীন্দ্রনাথের অনুমোদন সাপেক্ষে দিলীপকুমার রায় প্রথম এ অভিধা ব্যবহার করেন। রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান, অতুলপ্রসাদের গান এবং নজরুলসঙ্গীতসহ আধুনিক কালে এ গান প্রচারিত হয়।[]

বাংলা আধুনিক গানের স্মরণীয় কণ্ঠশিল্পী

[সম্পাদনা]

বাংলা আধুনিক গান-ও বাঙালির সংগীত ধারার একটি বিশিষ্ট শাখা। যাঁদের কণ্ঠের বাংলা আধুনিক গান আজও মুগ্ধতা ছড়ায় - তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কন্ঠ শিল্পীরা হলেন: হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, ধনঞ্জয় ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, সুধীরলাল চক্রবর্তী, জগন্ময় মিত্র, দিলীপকুমার রায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র প্রমুখ।

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

বর্তমানে লোকগীতি, বাউল গান, কীর্তন গান, শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি ধারার পাশাপাশি আধুনিক বাংলা গান একটি ক্রমবিবর্তনশীল গীতধারা ও সংগীত। এতে কথা, সুর, বাদ্যযন্ত্রের ব্যবহার এবং পরিবেশনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুকরণ লক্ষ্য করা গেলেও যুগের দাবি অনুযায়ী ক্রমশই এর জনপ্রিয়তা বাড়ছে।[]

আধুনিক গানের গীতিকার

[সম্পাদনা]

আধুনিক গানের সুরকার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আধুনিক গান - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৩ 
  2. Stace, Wesley (২০২২-১১-০৪)। "'The Philosophy of Modern Song' Review: Bob Dylan Plays DJ"Wall Street Journal (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0099-9660। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৩