আথাবাস্কা গিরিপথ
আথাবাস্কা গিরিপথ | |
---|---|
উচ্চতা | ১৭৫৩ মিটার (৫,৭৫১ ফুট) |
অবস্থান | আলবার্টা-ব্রিটিশ কলাম্বিয়া সীমান্ত, কানাডা |
পর্বতশ্রেণী | কানাডীয় রকি পর্বতমালা |
স্থানাঙ্ক | ৫২°২২′৩৫″ উত্তর ১১৮°১১′০০″ পশ্চিম / ৫২.৩৭৬৩৯° উত্তর ১১৮.১৮৩৩৩° পশ্চিম |
প্রাতিষ্ঠানিক নাম | "আথাবাস্কা পাস ন্যাশনাল হিস্টোরিক সাইট অব কানাডা" |
মনোনীত | ১৯৭১ |
আথাবাস্কা গিরিপথ কানাডার রকি পর্বতমালার অন্তর্গত, কানাডার আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সীমানায় অবস্থিত সুউচ্চ পার্বত্য গিরিপথ।[১] পশম বাণিজ্যের সময় আথাবাস্কা নদী তীরে অবস্থিত জেসপার হাউজ ও কলাম্বিয়া নদীতে অবস্থিত নৌকা শিবিরের মধ্যে যোগাযোগের জন্য এই গিরিপথ ব্যবহার হতো।[২] ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ গিরিপথটি কানাডার জাতীয় ঐতিহাসিক স্থানের তালিকাভূক্ত।
ভৌগোলিক অবস্থা
[সম্পাদনা]আথাবাস্কা গিরিপথ উচ্চতায় ১,৭৫৩ মিটার অথবা ৫,৭৫১ ফুট। গিরিপথটি ব্রাউন পর্বত ও ম্যাকগিলিভারেই খাতের মাঝে; ইয়েলোহেড গিরিপথের দক্ষিণে এবং হাওসে গিরিপথের উত্তরে অবস্থিত। এই গিরিপথের চূড়ায় বা সর্বোচ্চ স্থানে কমিটি'স পাঞ্চ বউল নামের ক্ষুদ্রাকৃতির হিমবাহ হ্রদ আছে, যেটি আথাবাস্কা নদীর উপনদী ওয়ার্লপুল নদীর মূল পানি প্রবাহ যোগান দেয়। এছাড়াও কলাম্বিয়া নদীর দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত উপনদী প্যাসিফিক ক্রিক এই গিরিপথে নির্গত হয়েছে।[৩]
ঐতিহাসিক গুরুত্ব
[সম্পাদনা]বৃটিশ অভিযাত্রী ডেভিড থম্পসনের ঐতিহাসিক নথীতে আথাবাস্কা গিরিপথের প্রথম বর্ণনা পাওয়া যায়। ১৮১১সালে থমাস নামক একজন ইরোকয় ব্যক্তি ডেভিডকে এই গিরিপথ দেখিয়েছিলেন।[৩] হাডসন বে কোম্পানী এইপথে রুপার্ট'স ল্যান্ড ও কলাম্বিয়া ডিস্ট্রিক্ট-এর মধ্যে 'ইয়র্ক ফ্যাক্টোরি এক্সপ্রেস' নামক পশম বাহী বাণিজ্যিক নৌকার বহর পরিচালনা করতো, সে সময় এই গিরিপথ একটি গুরত্বপূর্ণ কেন্দ্র ছিল।[৪] ঐতিহাসিক বানিজ্যে ব্যবহারের স্বীকৃতি সরূপ গিরিপথটি ১৯৭১ সালে কানাডার জাতীয় ঐতিহাসিক স্থানের তালিকায় যুক্ত করা হয়।[৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "BC Geographical Names"। apps.gov.bc.ca। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।
- ↑ Whittaker, John A., "Athbasca Pass — BC — Alberta Heritage Trail", British Columbia History, Vol. 44, No. 2, Summer 2011, p. 19. Victoria: British Columbia Historical Federation.
- ↑ ক খ Allen, W.G.P. (১৯৭২)। The Trail through the Pembina Valley 1790-1912। [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
- ↑ "Peakfinder: Athabasca Pass"। ২০০৫-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-১০-০৮।
- ↑ "Athabasca Pass National Historic Site of Canada"। www.historicplaces.ca (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৪।