আথাবাস্কা
অবয়ব
আথাবাস্কা (/ˌæθəˈbæskə/) শব্দটি কানাডার উডস ক্রি নৃগোষ্ঠীর 'aðapaskāw'(উচ্চারণঃ আথাপাস্কো) হতে উদ্ভূত শব্দ, যার অর্থ- এক এরপর এক বৃক্ষ, শব্দটি এই নদী দুই তীরের কিছুদূর পরপর বিচ্ছিন্ন ও অনিয়মিত উদ্ভিদের সারিকে নির্দেশ করে। শব্দটি দ্বারা নিম্নের বিষয় সমূহ নির্দেশিত হতে পারে-
ভৌগোলিক প্রপঞ্চ
[সম্পাদনা]- আথাবাস্কা গিরিপথ - কানাডার পার্বত্য গিরিপথ।
- আথাবাস্কা নদী - কানাডার আলবার্টা প্রদেশের উৎপন্ন নদী।
- আথাবাস্কা জলপ্রপাত - আথাবাস্কা নদী প্রবাহে গঠিত জলপ্রপাত।
- আথাবাস্কা পর্বত - কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত পর্বত।
- আথাবাস্কা হিমবাহ - কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত হিমবাহ।
- আথাবাস্কা হ্রদ - কানাডার একটি বৃহৎ ও গভীর হ্রদ।
- আথাবাস্কা বালিয়াড়ি প্রাদেশিক উদ্যান - আথাবাস্কা হ্রদের তীরে গঠি বালিয়াড়ি ও সংরক্ষিত অঞ্চল।
প্রশাসনিক অঞ্চল ও জনপদ
[সম্পাদনা]- আথাবাস্কা, আলবার্টা - কানাডার আলবার্টা প্রদেশের একটি শহর, পূর্বে আথাবাস্কা ল্যান্ডিং নামে পরিচিত ছিল।
- আথাবাস্কা কাউন্টি - কানাডার আলবার্টা প্রদেশের একটি পৌর জেলা।
- আথাবাস্কা জেলা - কানাডার বিলুপ্ত প্রশাসনিক জেলা।
অন্যান্য
[সম্পাদনা]- আথাবাস্কা বিশ্ববিদ্যালয় - আথাবাস্কা শহরে অবস্থিত দূর শিক্ষণ বিশ্ববিদ্যালয়।
- আথাবাস্কা (উপন্যাস) - আলিস্টার ম্যাকলিন রচিত উপন্যাস।
- আথাবাস্কা (জাহাজ) - ১৮৮৮ সালে নির্মিত হাডসন বে কোম্পানির বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজ।