বিষয়বস্তুতে চলুন

আতাউর রহমান খান (টাঙ্গাইলের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আতাউর রহমান খান
টাঙ্গাইল-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩০ ডিসেম্বর ২০১৮ – বর্তমান
পূর্বসূরীআমানুর রহমান খান রানা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-04-04) ৪ এপ্রিল ১৯৪১ (বয়স ৮৩)
ঘাটাইল, টাঙ্গাইল
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীফাতেমা রহমান খান
পেশারাজনীতিবিদ

আতাউর রহমান খান একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি টাঙ্গাইল-৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[] সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারি ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আতাউর রহমান খান ১৯৪১ সালের ৪ এপ্রিল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের বাগুন্তা গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম আব্দুল হালিম খান ও মাতার নাম ফাতেমা আক্তার খানম। আতাউর রহমান খান ব্যাংকে চাকুরীর মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন ও সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে অবসরগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আতাউর রহমান খান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[] ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা হত্যা মামলায় কারাবরণ করে। পরবর্তীতে বিভিন্ন সমালোচনার মুখে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রানাকে বাদ দিয়ে আতাউর রহমান খানকে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।[][] নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান আজাদকে পরাজিত করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যক্তিগত ও পারিবারিক জীবন

[সম্পাদনা]

আতাউর রহমান খান ব্যক্তিগত জীবনে ফাতেমা রহমান খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুত্র আমানুর রহমান খান রানা টাঙ্গাইল-৩ আসন থেকে নবম ও দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। আতাউরের ভাই শামসুর রহমান খান শাহজাহান একই আসন থেকে সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তার চাচাত ভাই লুৎফর রহমান খান আজাদ বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "তানভীর হাসান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  2. "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  3. "হলফনামা"নির্বাচন কমিশন। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  4. "মনোনয়ন পাচ্ছেন বদির স্ত্রী ও রানার বাবা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  5. "টাঙ্গাইল-৩: এমপি রানার বাবার মনোনয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া"যুগান্তর। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  6. "মনোনয়ন পেলেন বদির স্ত্রী, রানার বাবা"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  7. "কারাবন্দি এমপি রানার 'জনপ্রিয়তায়' ভর করে উতরানোর আশায় বাবা"বিডিনিউজ২৪। ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮