আইসল্যান্ডের সামরিক বাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইসল্যান্ডিক ফ্ল্যাগশিপ ICGV Þór, ২৭ অক্টোবর ২০১১, Reykjavík

আইসল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী আইসল্যান্ডিক কোস্ট গার্ড নিয়ে গঠিত, যারা আইসল্যান্ডের জলসীমায় টহল দেয় এবং এর আকাশসীমা নিরীক্ষণ করে, এবং অন্যান্য পরিষেবা যেমন জাতীয় কমিশনারের জাতীয় নিরাপত্তা এবং বিশেষ বাহিনী ইউনিট। [১][২][৩][৪]

আইসল্যান্ড একটি শান্তিকামী দেশ এবং ১৮৫৯ হতে এর নিজস্ব কোনো সামরিক বাহিনী নাই। অবশ্য এদেশের সংবিধানে ১৮৭৪ সাল হতে ১৯৯৫ সাল পর্যন্ত সামরিক বাহিনী গঠনের বিধান ছিল, বর্তমানে যা রদ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে আইসল্যান্ডের সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সময় হতেই বিদ্যমান। ১৯৪৯ সালে আইসল্যান্ড ন্যাটো জোটের সদস্য হয়, তবে শর্ত ছিল যে, আইসল্যান্ড কখনোই নিজে সামরিক বাহিনী গঠন করবে না। সামরিক জোটসমূহে আইসল্যান্ডের ভূমিকা হলো সেদেশে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়া। যেমন, কেফ্লাভিকে ন্যাটো জোটের বিমানঘাঁটি রয়েছে, যা মূলত মার্কিন বিমানবাহিনী পরিচালনা করে থাকে। এছাড়া এখানে ডেনমার্কনরওয়ের ও সামরিক বাহিনীর উপস্থিত আছে। আইসল্যান্ডে ডুবোজাহাজের প্রশিক্ষণও সম্পন্ন হতো, তবে বর্তমানে এটি স্থগিত আছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Varnarmálastofnun Íslands. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-১১-২০ তারিখে
  2. "Lög um breytingu á varnarmálalögum, nr. 34/2008."। althingi.is। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৪ 
  3. "Varnarmálalög."। althingi.is। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৪ 
  4. "Landhelgisgæsla Íslands Hlutverk."। ২০১৪-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৪ 


আরও দেখুন[সম্পাদনা]