অশ্লীলতার দায়ে (চলচ্চিত্র)
অশ্লীলতার দায়ে | |
---|---|
পরিচালক | উমানাথ ভট্টাচার্য্য |
কাহিনিকার | নারায়ণ সান্যাল |
চিত্রগ্রাহক | উমা নাথ ভট্টাচার্য্য |
পরিবেশক | এম.এফ. মুভিজ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অশ্লীলতার দায়ে (বাংলা: অশ্লীলতার দায়ে) (অর্থ: "অশ্লীলতার অভিযোগ")[১] সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা নাটক চলচ্চিত্র। চলচ্চিত্রটি নারায়ণ সান্যালের একই শিরোনামের একটি থ্রিলার কাম কোর্টরুম ড্রামা উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি, যা ১৯৭৫ সালে প্রকাশিত হয়েছিল[২][৩] সান্যাল আরভিং ওয়ালেসের সেভেন মিনিটস থেকে এই উপন্যাসের থিমটি নিয়েছেন।[৪] ছবিটি পরিচালনা করেছেন উমা নাথ ভট্টাচার্য। এই ছবিতে গান গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী ও হৈমন্তী সুক্লা।
পটভূমি
[সম্পাদনা]সিনেমাটি একটি বাংলা উপন্যাস নিয়ে মামলায় আদালতের বিচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত। তরুণ আইনজীবী ভাস্কর মামলায় পক্ষে যুক্তি দিয়েছিলেন যে এই উপন্যাসটি মোটেই নোংরা বা অশ্লীল নয়। অবশেষে উদঘাটিত হয় যে, এক অবসরপ্রাপ্ত বিচারক তরুণ বয়সে উপন্যাসটি লিখেছিলেন এবং এর গল্পটি ছিল তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে।
অভিনয়
[সম্পাদনা]- ভাস্করের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী
- আলপনা গোস্বামী
- দিলীপ রায়
- বিপ্লব চট্টোপাধ্যায়
- অনামিকা সাহা
- সত্য ব্যানার্জি
- সঙ্ঘমিত্রা ব্যানার্জী
- সান্তনা বসু
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Harris M. Lentz III (২১ মার্চ ২০১৬)। Obituaries in the Performing Arts, 2010। McFarland, Incorporated, Publishers। আইএসবিএন 9780786486496। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০১৮।
- ↑ Sanyal, Narayan (১৯৭৫)। Ashleelatar daye। Nath Brothers।
- ↑ "অশ্লীলতার দায়ে"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩।
- ↑ "Best Movies of Alpana Goswami"। www.moodmovielist.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩।