পাষণ্ড পণ্ডিত (১৯৯৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাষণ্ড পণ্ডিত
ডিভিডির মোড়ক
পরিচালকশিবপ্রসাদ সেন
প্রযোজকরত্না সেন
চিত্রনাট্যকারশিবপ্রসাদ সেন
কাহিনিকারনারায়ণ সান্যাল
শ্রেষ্ঠাংশেসৌমিত্র চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, মনোজ মিত্র
সুরকারঅলোকনাথ দে
চিত্রগ্রাহকডি বসু, তরুণ দত্ত
সম্পাদকউজ্জ্বল নন্দী
পরিবেশকনন্দন
মুক্তি১৩ অগাস্ট, ১৯৯৩
ভাষাবাংলা

পাষণ্ড পণ্ডিত হল শিবপ্রসাদ সেন পরিচালিত এবং রত্না সেন[১] প্রযোজিত একটি বাংলা নাটক চলচ্চিত্র। এটি নির্মিত হয় নারায়ণ সান্যালের ১৯৬১ সালের একই নামের উপন্যাস অবলম্বনে।[২][৩] চলচ্চিত্রটি ১৯৯৩ সালে মুক্তি পায়।[১][৪][৫] ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়[৬]

পটভূমি[সম্পাদনা]

পণ্ডিত একটি স্কুলের সংস্কৃত শিক্ষক। তিনি বিপত্নীক এবং একটি মেয়ে নিয়ে গ্রামে থাকেন। যখন সে তার মেয়ের সঠিক লালন-পালনের জন্য শান্তি নামে এক নারীকে বিয়ে করার চেষ্টা করে তখন তাকে স্থানীয় গুণ্ডারা অপমান এবং মারধর করে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে। ছাত্র ও শিক্ষকরা তাকে প্রতিনিয়ত অপমান করে। পণ্ডিত চাকরি ছেড়ে দেয়, নিজের গ্রামে ফিরে আসে এবং মেয়েদের জন্য একটি স্কুল শুরু করে। কিন্তু স্থানীয় দলীয় নেতা পণ্ডিতকে তার রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করেন। তিনি অসম্মতি জানালে নেতা পণ্ডিতের একমাত্র মেয়েকে নির্যাতন ও ধর্ষণ করে।

কুশীলব[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PASHANDA PANDIT"citwf.com। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৮ 
  2. "Narayan Sanyal"। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৮ 
  3. Sanyal, Narayan (১৯৬১)। Pashanda-pandit 
  4. "Pashanda Pandit (1993 - Bengali)"। Gomolo। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  5. "Bilingual E-archive Digital Platform for Bengal's Cinema"Bengal Film Archive। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৯ 
  6. Ashish Rajadhyaksha, Paul Willemen (১০ জুলাই ২০১৪)। Encyclopedia of Indian Cinemaআইএসবিএন 9781135943257। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৮ 

বহি সংযোগ[সম্পাদনা]