অমৃতা খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমৃতা খান
Amrita Khan
জন্ম (1997-12-24) ২৪ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
সাতক্ষীরা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০২–বর্তমান
আদি নিবাসটাঙ্গাইল

অমৃতা খান (ইংরেজি: Amrita Khan) (জন্ম: ২৪ ডিসেম্বর ১৯৯৭) বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। TVC এর নাচের মাধ্যমে তিনি মিডিয়াতে প্রথম পা রাখেন ২০০২ সালে। তিনি একটি নাটকেও কাজ করেছেন যার নাম "উনিশ বছর পরে"। ২০১৩ সালে বাংলাদেশী চলচ্চিত্রে তার অবির্ভাব ঘটে রয়েল এবং অনিক দু'জন নতুন পরিচালকের যৌথ পরিচালনায় "গেইম" চলচ্চিত্রের মাধ্যমে, চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৫ সালের ২রা জানুয়ারি। [১] চলচ্চিত্র ছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও অংশ নিয়েছেন। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সালমান শাহ এবং মৌসুমী অভিনীত চলচ্চিত্র "অন্তরে অন্তরে"-এর পুনঃনির্মাণ চলচ্চিত্রে তিনি বর্তমানে কাজ করছেন, পুনঃনির্মাণের পরিচালক আতিক রহমান।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

অমৃতা খান ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার বংশগত আদি নিবাস টাঙ্গাইলে, তার জন্মের সময় তার বাবা সাতক্ষীরাতে কর্মরত ছিলেন। বাবা তাহের খান ইউএনডিপিতে কর্মকর্তা ও মা দিলারা ইসলাম একজন ব্যবসায়ী। তার বড় এক ভাই আছে। [২]

অভিনয় জীবন[সম্পাদনা]

অমৃতা খান অভিনীত প্রথম চলচ্চিত্র "গেইম", এটি ২০১৫ সালের ২রা জানুয়ারি মুক্তি পেয়েছে। চলচ্চিত্রে পদার্পণ করার আগে তিনি বেশ কিছু বিজ্ঞাপন চিত্র এবং মিউজিক ভিডিও-তে কাজ করেছেন। বর্তমানে তিনি "অন্তরে অন্তরে" পুনঃনির্মাণ-এ ছাড়াও আরো গুম, এবং অজান্তে ভালবাসা মিশন আফ্রিকা নামের তিনটি চলচ্চিত্রে কাজ করবেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর শিরোনাম চরিত্র সহ-শিল্পী পরিচালক নোটস সূত্র
২০১৫ গেইম অমৃতা নিরব, ইরফান খান রয়েল অনিক ২রা জানুয়ারি ২০১৫ অভিষেক ছবি
টার্গেট নিরব সাইফ চন্দন মুক্তি প্রতিক্ষীত
অন্তরে অন্তরে ঝিনুক নিরব আতিক রহমান
গুম মুক্তি প্রতিক্ষীত
২০২৩ মন দিয়েছি তারে আসিফ ইমরোজ মোস্তাফিজুর রহমান বাবু [৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নিয়মিত হচ্ছেন অমৃতা খান"mediabhubanbd.com। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "অমৃতা খান"bmdb.com.bd। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০ 
  3. Azadi, Dainik (২০২৩-০২-১১)। "মুক্তি পেল নতুন দুই সিনেমা"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৬ 
  4. "বড়পর্দায় মন দিয়েছি তারে"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]