এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধউইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটেমপ্লেট:উইকিপ্রকল্প মূল্যায়নউইকিপ্রকল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিবন্ধ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
সর্বশেষ মন্তব্য: ১৪ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
পারেশন সার্চলাইটের বিশদ কোন বর্ননা নেই কেন? এটা পড়ে তো আগা মাথা কিছুই বোঝা যায় না... কে কে পরিকল্পনাকারী,কোন কোন এলাকা জুড়ে পরিচলিত হয়েছিল,গণহত্যার বিবরন,শেখ মুজিবের গ্রেফতার,রাজারবাগ পুলিশ লাইনের প্রতিরোধ,ইপি আর এর প্রতিরোধ এসব বিষয় কি বিস্তারিত থাকা উচিৎ ছিল না? এটাতে এই ডাটা ছক দেখে ঘটনার গুরুত্ব বা ঘটনার সম্পর্কে নূন্যতম ধারনা পাওয়াও সম্ভব না। তাই আমার প্রস্তাব,এটাতে যথা সম্ভব বিস্তারিত তথ্য যোগ করা হোক।--তানভী (talk) ১৫:০২, ৩ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ১৪ বছর পূর্বে৩টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
এবার অপারেশন সার্চলাইট অনুবাদ শুরু করেছি। এটার ইংরেজী প্রবন্ধটা যথেস্ট কঠিন। বেশ কঠিন কঠিন শব্দ এবং বড় বড় বাক্য দিয়ে ভরা। তাই এটা অনুবাদ করতে গেলে সবার সহযোগীতা দরকার। এক একটা অনুচ্ছেদ যে যেভাবে পারেন অনুবাদ শুরু করে দেন। আমি আমার মত করতে থাকবো। আর অনেক ভূল ভ্রান্তি হবার প্রচুর সম্ভাবনা আছে। তাই প্লীজ এটার প্রতিটা লাইন ইংরেজীটার সাথে মিলিয়ে দেখে দিন। কঠিন কঠিন শব্দগুলো যথেষ্ট ঝামেলা করছে।ঠিক মত গুছিয়ে কাজ করতে প্রচুর সমস্যা হচ্ছে। তাই সকলের সহযোগীতা প্রয়োজন। ধন্যবাদ।--তানভী (talk) ০৯:১৫, ২৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন
আবারও বলছি, এই প্রবন্ধ এত বেশি বড় এবং কঠিন সব শব্দ ও বাক্য দিয়ে ভরা যে, একা আমার মত গোমূর্খের দ্বারা এটা সম্পূর্ন অনুবাদ করা অনেক সময়সাপেক্ষ ব্যপার। শেষে দেখা যাবে আমি কিছুদূর অনুবাদ করে হাল ছেড়ে ফেলে রেখে গেছি। আর এই প্রবন্ধকে পুরোপুরি ভালোভাবে অনুবাদ করে আরো তথ্যসূত্র যোগ করে এবং কিছু ছবি যোগ করার ব্যবস্থা করা গেলে এটাকে ফিচার্ড নিবন্ধের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব,কারন এমনিতেই এইটার ইংরেজী প্রবন্ধের মান যথেষ্ট ভালো। তাই আমার সাথে আরো কেউ যদি এটার অনুবাদের কাজে হাত দিতেন তবে সুবিধা হত। কেউ যদি অনুবাদ শুরু করতে চান তবে দয়া করে প্রথমেই আলাপ পাতায় ঠিক কোন অনুচ্ছেদ অনুবাদ করতে যাচ্ছেন তা সুস্পস্ট ভাবে উল্লেখ করে দেবেন।তাহলে ভূল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস পাবে।--তানভী (talk) ২১:০৩, ১ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন