আলাপ:ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৬ বছর পূর্বে "পাতার নাম পরিবর্তন" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা[সম্পাদনা]

এ পাতাটির বর্তমান শিরোনাম থেকে একটি ড্যাস সরিয়ে "ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার" করা হোক। ড্যাস বসানো হয় পরস্পর সম্পর্কিত দু'টি পৃথক শব্দকে একত্রে লিখতে। এখানে ইন্দো-ইউরোপীয় পরস্পর সম্পর্কিত হলেও ভাষা পরিবার এর ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। তাছাড়া ভাষা পরিবারের মুল নিবন্ধে ভাষা পরিবারগুলোর নামে ড্যাস ব্যবহার করা হয়নি (অর্থাৎ "ভাষা পরিবার" শব্দদ্বয়ের মধ্যে)। এই নিবন্ধের শিরোনামটিও তদ্রুপ করা হোক। ধন্যবাদ।

পাতার নাম পরিবর্তন[সম্পাদনা]

@Zaheen: @Aftabuzzaman: @Suvray: @NahidSultan: @খাঁ শুভেন্দু: পাতাটির নাম দেওয়া হয়েছে "ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবার"। কিন্তু অন্যান্য ভাষা পরিবার সংক্রান্ত নিবন্ধগুলির নামের ধাঁচের থেকে এটি আলাদা, যেমন আফ্রো-এশীয় ভাষাসমূহ, দ্রাবিড় ভাষাসমূহ, ইত্যাদি। একইভাবে এই নিবন্ধটির শিরোনাম পরিবর্তন করে "ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহ" রাখলে নিবন্ধগুলির শিরোনামের সংগতি বজায় থাকবে বলে মনে করি। (ইংরেজি নিবন্ধগুলোতেও ". . . language family" ব্যবহার না করে ". . . languages" ব্যবহার করা হয়। এখানে লিঙ্কগুলো দেখুন) --- তনয় ১৫:১৫, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আমার আপত্তি নেই। --আফতাব (আলাপ) ১৫:২০, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আমারও নেই। ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহ শিরোনামে স্থানান্তর করে দিলাম। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:২১, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। --- তনয় ১৫:৩১, ২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)