বিষয়বস্তুতে চলুন

সৌমিত্র বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৌমিত্র বন্দ্যোপাধ্যায়
জন্ম১৯৫৪
মৃত্যু৮ জানুয়ারি ২০০০
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামহবো জামাই
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬৪-২০০০
পরিচিতির কারণত্রয়ী

সৌমিত্র ব্যানার্জী বা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (১৯৫৪ - ৮ জানুয়ারি ২০০০) একজন ভারতীয় অভিনেতা ছিলেন যিনি মূলত বাংলা সিনেমাতে কাজ করেছিলেন।[] বাংলা সিনেমায় ৮০ এবং ৯০ এর দশকে নেতিবাচক ভূমিকার জন্য তিনি একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে বিবেচিত হন। তাকে হবো জামাইও বলা হত। তিনি ত্রয়ী, গুরু দক্ষীনা, ইন্দ্রজিৎ, পাপ পুুুণ্য, বদনাম এর মত চলচ্চিত্র কাজ করেছেন।[]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

তিনি হুগলির পান্ডুয়ার দমদমা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শৈশব থেকেই একজন ভালো গায়ক ও নৃত্যশিল্পী ছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

সৌমীত্র ব্যানার্জী আট বছর বয়সে ১৯৬৪ সালে "সুভা ও দেবতার গ্রাস" দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। পরে তিনি আশির দশকের গোড়ার দিকে প্রায় দেড়শো ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮২ সালে তিনি দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর বিপরীতে ত্রয়ী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। মুভিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। তিনি এই সিনেমার জন্য লাইমলাইটে এসে গিয়েছিলেন। এই সিনেমার পর থেকে তিনি অনেক পরিচালকদের অনেক অফার পেয়েছিলেন। তবে তার উপস্থিতির জন্য তিনি অনেক সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। নেতিবাচক চরিত্র হিসাবে তিনি অনেক সফল ছবিতে কাজ করেছিলেন।

মৃত্যু

[সম্পাদনা]

দীর্ঘ অসুস্থতার পরে ৮ ই জানুয়ারি সৌমিত্র বন্দ্যোপাধ্যায় মারা যান। তাঁর বয়স ছিল মাত্র ৪৬। গুরুতর অবস্থায় তাকে ৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শেষ ছবিটি ছিল ‘খেলাঘর’। []

চলচ্চিত্রতালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা
১৯৮২ ত্রয়ী রঞ্জন বাংলা
১৯৮৬ রাজ পুরুষ বাংলা
অভিশাপ
১৯৮৭ গুরু দক্ষিণা বাংলা
পাপ পুণ্য
অমর সঙ্গী
অঞ্জলি
একান্ত আপন
১৯৮৮ শুধু তোমারি বাংলা
১৯৮৯ মঙ্গল দীপ বাংলা
শ্রীমতী হংসরাজ
আশা ও ভালোবাসা
অমর প্রেম
শতরূপা
ঝঙ্কার
১৯৯০ বদনাম বাংলা
লড়াই
জীবনসঙ্গী
আলিঙ্গন
অনুরাগ
১৯৯১ কথা দিলাম বাংলা
অহঙ্কার
১৯৯২ ইন্দ্রজিৎ বাংলা
অনুতাপ
প্রথম দেখা
যেখানে আশ্রয়
১৯৯৪ ফিরিয়ে দাও বাংলা
রক্ত নদীর ধারা
১৯৯৫ জীবন যোদ্ধা বাংলা
১৯৯৬ ভয় বাংলা
১৯৯৮ আমি যে তোমারি বাংলা
১৯৯৯ খেলাঘর বাংলা

রেফারেন্স

[সম্পাদনা]
  1. "সৌমিত্র ব্যানার্জী" 
  2. "সৌমিত্র ব্যানার্জীর চলচ্চিত্র"। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Bengali actor died"। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় (ইংরেজি)