বিষয়বস্তুতে চলুন

ভবতোষ দত্ত

স্থানাঙ্ক: ২৩°১৫′৩৭″ উত্তর ৮৮°৩১′৫২″ পূর্ব / ২৩.২৬০২৮° উত্তর ৮৮.৫৩১১১° পূর্ব / 23.26028; 88.53111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভবতোষ দত্ত
জন্ম(১৯১১-০২-২১)২১ ফেব্রুয়ারি ১৯১১
মৃত্যু১১ জানুয়ারি ১৯৭৭(1977-01-11) (বয়স ৬৫)
সমাধি২৩°১৫′৩৭″ উত্তর ৮৮°৩১′৫২″ পূর্ব / ২৩.২৬০২৮° উত্তর ৮৮.৫৩১১১° পূর্ব / 23.26028; 88.53111
জাতীয়তাভারতীয়
পেশাশিক্ষাবিদ, অর্থনীতিবিদ, কবি, লেখক,
দাম্পত্য সঙ্গীঅমলা দত্ত
পিতা-মাতাহেমেন্দ্র কিশোর দ্ত্ত (পিতা)
যোগমায়া দত্ত(মাতা)
পুরস্কারপদ্মবিভূষণ (১৯৯০)
রবীন্দ্র পুরস্কার (১৯৯১)

ড.ভবতোষ দত্ত (২১ ফেব্রুয়ারি ১৯১১ – ১১ জানুয়ারি ১৯৯৭) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ, প্রথিতযশা অধ্যাপক, শিক্ষাবিদ ও বিশিষ্ট লেখক।[] ১৯৫০ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক হন এবং পরে  প্রেসিডেন্সিরই  ইমেরিটাস অধ্যাপক হন।[]

১৯৯০ খ্রিস্টাব্দে তিনি ভারত সরকার কর্তৃক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন।[] আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করে ১৯৯১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

জন্ম ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দভবতোষ দত্ত পিতার কর্মস্থল ব্রিটিশ ভারতের বিহারের পাটনার বাঁকিপুরে ১৯১১ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল অধুনা বাংলাদেশের শ্রীহট্টের লখাই-এ। পিতা  হেমেন্দ্র কিশোর দত্ত ছিলেন পাটনার বিহার ন্যাশনাল কলেজের রসায়নের অধ্যাপক এবং মাতা যোগমায়া দত্ত। তার বাল্যকাল কেটেছে খুলনার দৌলতপুর কলেজ সংলগ্ন স্থানে।   ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ার সময় তার  সহপাঠী ছিলেন বিপ্লবী দীনেশ গুপ্ত ও সাহিত্যিক বুদ্ধদেব বসু। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯২৬ খ্রিস্টাব্দে তৃতীয় স্থান অধিকার করে ম্যাট্রিক এবং ঢাকার জগন্নাথ কলেজ থেকে প্রথম স্থান অধিকার করে আই.এ পাশের পর কলকাতায় চলে আসেন। ১৯৩০ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে বি.এ পাশ করেন। এর পর ১৯৩২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম.এ ডিগ্রি লাভ  করেন। দেশের বিভিন্ন কলেজে কিছুদিন অধ্যাপনার পর ১৯৪৮ খ্রিস্টাব্দে দুবছরের গবেষণার জন্য ছুটি নিয়ে লন্ডনে যান। সেখানকার লন্ডন স্কুল অব ইকোনমিক্সে গবেষণা করে ১৯৫০ খ্রিস্টাব্দে পি. এইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল— পিছিয়ে থাকা দেশের অর্থনীতি। ১৯৫২ খ্রিস্টাব্দে তার গবেষণালব্ধ প্রবন্ধ দ্য ইকনমিক্স অফ্ ইন্ডাস্ট্রিয়ালাইজশন প্রকাশিত হয়।

কর্মজীবন

[সম্পাদনা]

অধ্যাপক ভবতোষ দত্ত ১৯৫২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপনা দিয়েই কর্মজীবন শুরু করেন।  পরে বর্ধমান রাজ কলেজ, রিপন কলেজ  ও ইসলামিয়া কলেজেও অধ্যাপনা করেছেন। গবেষণার ছুটি শেষে দেশে ফেরার পর ১৯৫২ খ্রিস্টাব্দে তিনি অর্থনীতির অধ্যাপক হিসাবে কলকাতার প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। প্রেসিডেন্সি কলেজে অনার্স বিভাগে অর্থনীতির পঠন-পাঠনে এক নতুন যুগের সূত্রপাত করেছিলেন। পুরোনো আলফ্রেড মার্শাল সর্বস্ব গন্ডি ভেঙ্গে নতুন তত্ত্ব ও চিন্তার খোলা হাওয়া এনে দিয়েছিলেন। সেই সময়ের বাংলার বহু খ্যাতনামা অর্থনীতিবিদই ছিলেন তার ছাত্র।

অধ্যাপনা ছাড়াও বিভিন্ন সময়ের দেশের বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৫৩ খ্রিস্টাব্দ হতে ১৯৫৬ খ্রিস্টাব্দ সময়ে তিনি  আই এম এফ তথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দক্ষিণ এশিয়া বিভাগের অধিকর্তা নিযুক্ত হয়েছিলেন।  ১৯৫৬ খ্রিস্টাব্দে দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে পুনরায় যোগদান করেন এবং তিনি বিভাগীয় প্রধান হিসাবে ১৯৬২ খ্রিস্টাব্দে অবসর নেন। অবসরের পর তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা অধিকর্তা হন। শিক্ষা দপ্তরের দীর্ঘ অভিজ্ঞতার (১৯৬২ ৬৯) সঙ্গে যুক্ত হয়েছিল উচ্চ শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা কমিশনের অভিজ্ঞতা, যে কমিশনের কর্ণধার  হয়েছিলেন তিনি। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজের এমেরিটাস প্রফেসর অফ ইকনমিক্স হন।

এছাড়াও বিভিন্ন সময়ে তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যেমন—

  • ১৯৬৪-৬৫  খ্রিস্টাব্দে ভারতের চতুর্থ অর্থ কমিশনের সদস্য;
  • ১৯৬৫ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সচিব;[]
  • ১৯৬৯-৭২ খ্রিস্টাব্দে ব্যাঙ্কিং কমিশনের সদস্য ;
  • ১৯৭২-৭৫ খ্রিস্টাব্দে সংবাদপত্রের আর্থিক অবস্থা সমীক্ষা কমিশনের সদস্য;
  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিচালক মণ্ডলীর সদস্য;
  • শিল্প পুনর্গঠন কর্পোরেশনের  অধিকর্তা;
  • ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের কর্মকর্তা।

১৯৭৩ খ্রিস্টাব্দে কলকাতায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স নামে যে প্রতিষ্ঠান কাজ শুরু করে তার  সৃষ্টি ও সমৃদ্ধির জন্য তার প্রেরণা ও সক্রিয় যোগদান ছিল।  সর্বদা সজাগ, তীক্ষ্ণ, সংবেদনশীল হৃদয় ও মস্তিষ্কের অধিকারী অধ্যাপক ভবতোষ দত্তের প্রধান কাজই ছিল কেবল পড়াশোনা। পত্র পত্রিকায় ইংরাজী ও বাংলায় উভয় ভাষাতেই অগণিত প্রবন্ধ রচনা করেছেন। বিভিন্ন সময়ে  দেশের অর্থনীতির ঘটনা-পরম্পরা বিশ্লেষণ করেছেন  সেই সঙ্গে স্বাদু কৌতুকদীপ্ত স্পষ্ট ভাষায়।[]

সম্মাননা

[সম্পাদনা]

১৯৯০ খ্রিস্টাব্দে ভারত সরকার অধ্যাপক দত্তকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করে। ১৯৯১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তার আত্মজীবনীমূলক গ্রন্থ আট দশক গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করে।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ভবতোষ দত্ত ১৯৩৯ খ্রিস্টাব্দে  অমলা বসুকে বিবাহ করেন।[] শেষ কয়েকটা বছর তার কেটেছে দৃষ্টিহীন অবস্থায়। তারই মধ্যে ছাত্র ও সহযোগীদের মুখে শুনে ও তাদের দিয়ে লিখিয়ে যতদিন সম্ভব নিজেকে সচল রেখেছিলেন। কিন্তু ১৯৮৯ খ্রিস্টাব্দে তার স্ত্রী মারা যাওয়ার পর বেশি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। তবু লিখেছিলেন—"যতদিন পারি পরাজয় স্বীকার করব না।" শেষে ১৯৯৭ খ্রিস্টাব্দের ১১ জানুয়ারি ইহলোক ত্যাগ করেন।[]

রচনাবলী

[সম্পাদনা]

অর্থনীতি বিষয়ে তার অন্যান্য জনপ্রিয় গ্রন্থগুলি হল—

বাংলা—
  • অর্থবিজ্ঞান
  • আর্থিক উন্নয়ন
  • দৃষ্টিকোন
  • তামসী
  • ভারতের আর্থিক উন্নয়ন
ইংরাজী—

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1.   অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয়  খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি  ২০১৯ পৃষ্ঠা ২৮১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. Amiya Kumar Bagchi (April 1997 )। "Bhabatosh Datta"। Economic and Political Weekly32 (17): 872–875। জেস্টোর 4405331  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "Padma Awards Directory (1954–2007)" (পিডিএফ)Ministry of Home Affairs। ৩০ মে ২০০৭। ১০ এপ্রিল ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. সংগ্রহের-তারিখ = ১৯ ফেব্রুয়ারি ২০১৪ "Economics: History of the Department" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]