ব্যবহারকারী আলাপ:Ramija

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

শাকিল (আলাপ · অবদান) ১৮:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ শাকিল ভাই — Ramija Sumaiya (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

লিঙ্ক যোগ[সম্পাদনা]

আপু লিঙ্ক যোগের জন্য ধন্যবাদ জানাই। তবে একটু বিশেষ লক্ষ্য রাখবেন যে সঠিক জিনিস লিঙ্ক হয়। ২০০২ মক্কা বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ড নিবন্ধে আপনি ভুলক্রমে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় লিঙ্ক যোগ করে ফেলেছেন (নিবন্ধের বিষয়ের সাথে যেটি প্রাসঙ্গিক লিঙ্ক নয়)। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান ভাইয়া এটিতো আসলে আপনাদের মেশিন দ্বারা করা হয়, আমি কিভাবে কি করতে পারি? একটু বুঝিয়ে বলবেন কি? ধন্যবাদ। ~Ramija Sumaiya (আলাপ) ০৭:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক করেছি। ধন্যবাদ। ~Ramija Sumaiya (আলাপ) ০৮:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি যখন বিশেষ:নীড়পাতা থেকে এই রকম লিঙ্ক যোগ করা নিয়ে কাজ করেন, তখন উইকির সফটওয়্যার নিবন্ধের মধ্যে লিঙ্ক যোগের কিছু পরামর্শ দেয়। আপনি তখন টিকচিহ্ন ক্লিক করেন ও বাকি সব স্বয়ংক্রিয়ভাবে হয়।
এখন এই টিকচিহ্ন ক্লিক করার সময়, আপনাকে সংক্ষেপে লিঙ্ক সম্পর্কে তথ্য দেওয়া হয়। আপনি তথ্যটুকু পড়ে দেখবেন ও বিবেচনা করবেন যে উক্ত লিঙ্কটি নিবন্ধের সাথে প্রাসঙ্গিক কিনা। প্রাসঙ্গিক হলে টিকচিহ্ন ক্লিক করুন ও প্রাসঙ্গিক না হলে X ক্লিক করুন। তাহলেই হবে।
আর বিশেষ:পছন্দসমূহ-এ যেয়ে স্বাক্ষরে নাম ঠিক করুন। i বাদ পড়ে গিয়েছে: <sup>[[User talk:Ramija Sumaiya|<span style="color:#4B0082">'''(আলাপ)'''</span>]]</sup> -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান ঠিক করেছি। ধন্যবাদ। ~Ramija Sumaiya (আলাপ) ০২:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

"একটি লিঙ্ক যুক্ত করুন" নিয়ে কিছু প্রশ্ন[সম্পাদনা]

সুপ্রিয় @Ramija Sumaiya:, শুভেচ্ছা নেবেন। আমি অংকন, উইকিপিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনে কর্মরত আছি। আমি যে দলের অংশ, তারাই "একটি লিঙ্ক যুক্ত করুন" বৈশিষ্ট্যটি নির্মাণ করেছে, যার মাধ্যমে বিভিন্ন নিবন্ধের মধ্যে লিঙ্ক যুক্ত করা যায়। আপনি বেশ সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এই বৈশিষ্ট্যটি আরো উন্নত করে তুলতে চাই, এবং এক্ষেত্রে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের কিছু প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে আমাদেরকে সহায়তা করতে পারেন। আপনার সহায়তা ভবিষ্যতে আরো কার্যকরী বৈশিষ্ট্য নির্মাণে সহায়তা করবে।

প্রশ্নাবলী
  • আপনি কেন "একটি লিঙ্ক যুক্ত করুন" নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছিলেন?
  • একট লিঙ্ক যুক্ত করুন নিয়ে আপনার মতামত কী?
  • আপনি কি পছন্দসই কোনো বিষয় (ইতিহাস/চলচ্চিত্র/অন্য কিছু) বেছে নিয়েছেন? কখনো কি মনে হয়েছে যে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন পাচ্ছেন না?
  • আপনি কি "একটি লিঙ্ক যুক্ত করুন" ছাড়া অন্য ধরনের কাজগুলো করার চেষ্টা করেছেন?
  • সম্পাদনা কীভাবে ধাপে ধাপে করতে হবে তার বর্ণনা কি আপনাকে অন্য ধরনের অবদান রাখতে সহায়তা করেছে?
  • ভবিষ্যতে লিঙ্কের পরামর্শ উন্নত করার জন্য কী করা যায় বলে আপনি মনে করেন?
  • "একটি লিঙ্ক যুক্ত করুন" এর মত অনুরূপ আপনি আর কী ধরনের কাজ দেখতে চান?

আপনি এই বার্তার নিচেই উত্তর দিতে পারেন। আমাকে সময় দেয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। ― Ankan (WMF) (আলাপ) ১৮:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]