নর্দান ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নর্দান ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কপাকিস্তান শাদাব খান (টি২০)

পাকিস্তান মোহাম্মদ নওয়াজ (লিস্ট এ)

পাকিস্তান নওমান আলী (প্রথম শ্রেণী)
মালিকনর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশন
দলের তথ্য
রং     নীল      লাল
প্রতিষ্ঠা২০১৯; ৫ বছর আগে (2019)
স্বাগতিক মাঠরাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম , রাওয়ালপিন্ডি
অপ্রধান স্বাগতিক মাঠকায়েদ-ই-আজম স্টেডিয়াম, মিরপুর
ইতিহাস
কায়েদ-ই-আজম ট্রফি জয়
পাকিস্তান কাপ জয়
ন্যাশনাল টি২০ কাপ জয়১ (২০১৯/২০)

প্রথম-শ্রেণীর পোশাক

লিস্টএ/ টি২০ পোশাক

নর্দান ক্রিকেট দল পাকিস্তানের একটি ঘরোয়া ক্রিকেট দল যা ইসলামাবাদ রাজধানীর ভূখণ্ড, গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করে। এটি ঘরোয়া প্রথম-শ্রেণী, লিস্ট এ এবং টি- টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা, যেমন কায়েদ-ই-আজম ট্রফি, পাকিস্তান কাপ এবং জাতীয় টি-টোয়েন্টি কাপে প্রতিযোগিতায় অংশ নেয়। দলটি নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

৩১ আগস্ট ২০১৯ সালে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক ঘোষিত নতুন ঘরোয়া কাঠামোর একটি অংশ হিসেবে দলটি চালু করা হয়েছিল। [১] ৩ সেপ্টেম্বর ২০১৯ সালে, পিসিবি দলের জন্য স্কোয়াড নিশ্চিত করে। [২]

২০১৯/২০ মৌসুম[সম্পাদনা]

নর্দার্ন কায়েদ-ই-আজম ট্রফিতে দ্বিতীয় স্থান অধিকার লাভ করেছিল এবং ফাইনালে বেলুচিস্তানকে ৫২ রানে হারিয়ে জাতীয় T20 কাপ জিতেছিল।[৩] কোভিড-১৯ মহামারির কারণে এই মৌসুমে পাকিস্তান কাপ বাতিল করা হয়েছে।

২০২০/২১ মৌসুম[সম্পাদনা]

কায়েদ-ই-আজম ট্রফিতে নর্দান পঞ্চম স্থানে শেষ করেছিলে এবং পাকিস্তান কাপ ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ উভয়েই সেমিফাইনালিস্টদের কাছে হেরেছিলো।

গঠন[সম্পাদনা]

নর্দান ক্রিকেট অ্যাসোসিয়েশন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং আজাদ কাশ্মীর নিয়ে গঠিত

২০১৯ সালের হিসাবে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে ছয়টি আঞ্চলিক দলে ( প্রাদেশিক লাইনে ) পুনর্গঠিত করা হয়েছিল।

বর্তমান স্কোয়াড[সম্পাদনা]

আন্তর্জাতিক ক্যাপধারী খেলোয়াড়দের মোটা অক্ষরে তালিকাভুক্ত করা হয়েছে।

২০২১-২২ মৌসুমে নর্দানের হয়ে প্রথম একাদশ বা দ্বিতীয় একাদশে ক্রিকেট খেলেছেন এমন খেলোয়াড়দের তালিকা [৪]

নাম জন্ম তারিখ ব্যাটিং ধরন বোলিং ধরন মন্তব্য
ব্যাটসম্যান
আবদুল ফাসিহ (2003-08-02) ২ আগস্ট ২০০৩ (বয়স ২০) বাম-হাতি
আলী সরফরাজ (1987-12-21) ২১ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬) বাম-হাতি ডান-হাতি অফ ব্রেক
আকিব শাহ (1995-10-15) ১৫ অক্টোবর ১৯৯৫ (বয়স ২৮) বাম-হাতি
আসিফ আলী (1991-10-01) ১ অক্টোবর ১৯৯১ (বয়স ৩২) ডান-হাতি ডান হাত মিডিয়াম-ফাস্ট
ফাইজান রিয়াজ (1988-07-02) ২ জুলাই ১৯৮৮ (বয়স ৩৫) ডান-হাতি ডান-হাতি লেগ ব্রেক
হায়দার আলী (2000-10-02) ২ অক্টোবর ২০০০ (বয়স ২৩) ডান-হাতি
হামজা আরশাদ (1995-03-15) ১৫ মার্চ ১৯৯৫ (বয়স ২৯) বাম-হাতি স্লো বাম-হাতি অর্থোডক্স
কাশিফ ইকবাল (1997-05-14) ১৪ মে ১৯৯৭ (বয়স ২৬) বাম-হাতি ডান-হাত অফ ব্রেক
মোহাম্মদ হুরায়রা (2002-04-25) ২৫ এপ্রিল ২০০২ (বয়স ২১) ডান হাতি
নাসির নওয়াজ (1998-10-05) ৫ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৫) ডান-হাতি ডান-হাত মিডিয়াম-ফাস্ট
সরমাদ ভাট্টি (1991-09-26) ২৬ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২) বাম-হাতি
সরমাদ হামিদ (1994-05-28) ২৮ মে ১৯৯৪ (বয়স ২৯) ডান-হাতি
তৈমুর সুলতান (1994-12-04) ৪ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯) ডান-হাতি
উমর আমিন (1989-10-16) ১৬ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪) বাম-হাতি ডান-হাতি মিডিয়াম
উমর ওয়াহিদ (1994-04-26) ২৬ এপ্রিল ১৯৯৪ (বয়স ২৯) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম
জিসান মালিক (1996-12-26) ২৬ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭) ডান-হাতি ডান-হাত অফ ব্রেক
জিয়াদ খান (2001-12-27) ২৭ ডিসেম্বর ২০০১ (বয়স ২২) বাম-হাতি ডানহাতি অফ ব্রেক
অলরাউন্ডার
আমের জামাল (1996-07-05) ৫ জুলাই ১৯৯৬ (বয়স ২৭) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম
আলী ইমরান ২৫ ফেব্রুয়ারি ১৯৯৮ (1998-02-25) ২৫ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ২৬) ২৫ ফেব্রুয়ারি ১৯৯৮(বয়স ) ২৪) ডান হাতি ডান হাতি মিডিয়াম
ইমাদ ওয়াসিম (1988-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) বামহাতি স্লো বামহাতি অর্থোডক্স
মোহাম্মদ নওয়াজ (1994-03-21) ২১ মার্চ ১৯৯৪ (বয়স ৩০) বামহাতি স্লো বাম হাতি অর্থোডক্স
মুবাসির খান (2002-04-24) ২৪ এপ্রিল ২০০২ (বয়স ২১) ডানহাতি ডানহাতি অফ ব্রেক
মুহাম্মদ জায়েদ (1999-12-24) ২৪ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ২৪) ডানহাতি ডানহাতি মিডিয়াম ফাস্ট
শাদাব খান (1998-10-04) ৪ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৫) ডানহাতি ডানহাতি লেগ ব্রেক
উইকেট-রক্ষক
জামাল আনোয়ার (1990-12-31) ৩১ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) ডান-হাতি
রোহেল নাজির (2001-10-10) ১০ অক্টোবর ২০০১ (বয়স ২২) ডান-হাতি
উমাইর মাসউদ (1997-12-07) ৭ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬) ডান-হাতি
স্পিন বোলার
আকিব লিয়াকত (2001-05-28) ২৮ মে ২০০১ (বয়স ২২) ডান-হাতি
ফারহান শফিক (1999-12-05) ৫ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ২৪) বাম-হাতি
মেহরান মমতাজ (2003-07-04) ৪ জুলাই ২০০৩ (বয়স ২০) বাম-হাতি
নওমান আলী (1996-10-07) ৭ অক্টোবর ১৯৯৬ (বয়স ২৭) বাম-হাতি
রাজা হাসান 8 জুলাই 1992 (1992-07-08) ৮ জুলাই ১৯৯২ (বয়স ৩১) 8 জুলাই 1992 (বয়স ) 29) ডান হাতি
সাদাকাত আলী (1989-01-01) ১ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫) বাম-হাতি
পেস বোলার
আসাদ রাজা (1997-12-25) ২৫ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ২৬) ডান-হাতি
আতহার মাহমুদ (1999-06-25) ২৫ জুন ১৯৯৯ (বয়স ২৪) ডান-হাতি
বিলাওয়াল ভাট্টি (1991-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৯১ (বয়স ৩২) ডান-হাতি
হারিস রউফ (1993-11-07) ৭ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০) ডান-হাতি ডানহাতি ফাস্ট
কাশিফ আলী (2002-10-04) ৪ অক্টোবর ২০০২ (বয়স ২১) ডান-হাতি ডানহাতি মিডিয়াম ফাস্ট
মুহাম্মদ মুসা (2000-08-28) ২৮ আগস্ট ২০০০ (বয়স ২৩) ডান-হাতি ডানহাতি ফাস্ট মিডিয়াম
মুনির রিয়াজ (2001-11-02) ২ নভেম্বর ২০০১ (বয়স ২২) ডান-হাতি ডান-হাতি মিডিয়াম ফাস্ট
সালমান ইরশাদ (1995-12-03) ৩ ডিসেম্বর ১৯৯৫ (বয়স ২৮) ডান-হাতি ডানহাতি ফাস্ট মিডিয়াম
শাদাব মজিদ (1997-06-07) ৭ জুন ১৯৯৭ (বয়স ২৬) ডান-হাতি ডানহাতি মিডিয়াম
সোহেল তানভীর (1984-12-12) ১২ ডিসেম্বর ১৯৮৪ (বয়স ৩৯) বাম-হাতি বামহাতি মিডিয়াম ফাস্ট
উসমান শিনওয়ারি (1994-01-05) ৫ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০) ডান-হাতি বামহাতি মিডিয়াম ফাস্ট
ওয়াকাস আহমেদ (1989-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫) ডান-হাতি ডানহাতি মিডিয়াম
জামান খান (2001-09-10) ১০ সেপ্টেম্বর ২০০১ (বয়স ২২) ডান-হাতি ডান-হাত মিডিয়াম ফাস্ট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "PCB unveils new domestic set-up with 'stay at the top' mantra"ESPN Cricinfo 
  2. "PCB announces squads for 2019–20 domestic season"Pakistan Cricket Board 
  3. "Northern beat Balochistan Northern won by 52 runs - Northern vs Balochistan, National T20 Cup, Final Match Summary, Report"ESPNcricinfo.com। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১ 
  4. "Domestic Squads 2021-22"Pcb.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-১২ 

আরো দেখুন[সম্পাদনা]