ফাইজান রিয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাইজান রিয়াজ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1988-07-02) ২ জুলাই ১৯৮৮ (বয়স ৩৫)
ইসলামাবাদ, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
উৎস: ক্রিকইনফো, ১৪ নভেম্বর ২০১৫

ফাইজান রিয়াজ (জন্ম ২ জুলাই ১৯৮৮) একজন পাকিস্তানি ক্রিকেটার যিনি নর্দানের হয়ে খেলেন।

[১] এপ্রিল ২০১৮ সালে, তাকে ২০১৮ পাকিস্তান কাপের জন্য বেলুচিস্তানের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। [২][৩] তিনি ২০১৮-১৯ কায়েদ-ই-আজম ওয়ানডে কাপে ইসলামাবাদের হয়ে আট ম্যাচে ৪৩৯ রান করেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

মার্চ ২০১৯ সালে, তাকে ২০১৯ পাকিস্তান কাপের জন্য খাইবার পাখতুনখোয়া দলে নাম দেওয়া হয়েছিল।

২০২১ সালের জানুয়ারীতে, ২০২০-২১ পাকিস্তান কাপের জন্য নর্দানের দলে রাখা হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Faizan Riaz"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৫ 
  2. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week"Geo TV। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮ 
  3. "Pakistan Cup Cricket from 25th"The News International। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]