শাহজাহান সড়ক

স্থানাঙ্ক: ২৮°৩৬′২৩″ উত্তর ৭৭°১৩′৩৯″ পূর্ব / ২৮.৬০৬৫২৭° উত্তর ৭৭.২২৭৩৮৫° পূর্ব / 28.606527; 77.227385
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহজাহান সড়ক (হিন্দি: शाहजहाँ मार्ग / रोड) ভারতের নয়াদিল্লির কেন্দ্রীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি উত্তর দিকে ইন্ডিয়া গেট মোড় থেকে উত্তরে মানসিংহ সড়ক, ড. এপিজে আব্দুল কালাম সড়ক, হুমায়ুন সড়ক, পৃথ্বীরাজ সড়ক ও দক্ষিণে খান মার্কেটের একটি রাস্তার সংযোগস্থলে তাজ মানসিংহ হোটেল[১] পর্যন্ত প্রসারিত।[২] এছাড়াও শাহজাহান সড়কে সারিবদ্ধভাবে ভারত সরকারের হাইকোর্টের বিচারক, মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমলাদের সরকারি বাড়ি অবস্থিত।

ভারতের মুঘল সম্রাট শাহজাহানের নামানুসারে এই সড়কের নামকরণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থান[সম্পাদনা]

এখানে ধোলপুর হাউসে বিখ্যাত ইউপিএসসি বা সংঘ লোক সেবা আয়োগের সদর দপ্তর রয়েছে।[৩] এছাড়াও রয়েছে সেনা কর্মকর্তাদের মেস ও কোটা হাউজ। নিকটবর্তী জামনগর হাউসে কেন্দ্রীয় ওয়াকফ পরিষদের সদর দপ্তর রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rename Shahjahan Road, the emperor was 'symbol of lust': BJP leader"Hindustan Times। ২১ সেপ্টেম্বর ২০১৫। 
  2. Ziya Us Salam (২ সেপ্টেম্বর ২০১৫)। "The sign of times"The Hindu 
  3. "UPSC declares civil services main examination results"The Economic Times। ২০ ডিসেম্বর ২০১৮।