আল দারিমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু মুহাম্মাদ আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-দারিমি
ابومحمد عبدالله بن عبدالرحمن الدارمي
ব্যক্তিগত তথ্য
জন্ম১৮১ হিঃ. (৭৯৭ খ্রিঃ)
মৃত্যু২৫৫ হিঃ. (৮৬৯ খ্রিঃ)
ধর্মইসলাম
জাতিসত্তাআরব
যুগইসলামি স্বর্ণযুগ
অঞ্চলআব্বাসীয় খিলাফত
আখ্যাসুন্নি[১]
ব্যবহারশাস্ত্রশাফিঈ
ধর্মীয় মতবিশ্বাসআসারি
প্রধান আগ্রহহাদিসশাস্ত্র (উলুমুল হাদিস)
উল্লেখযোগ্য কাজ সুনান অাল-দারিমি
কাজমুহাদ্দিস, হাদিস সংকলনকারী, ইসলামিক পণ্ডিত

আল-দারিমি (আরবি: الدارمي) (জন্ম: ১৮১ হিজরী / ৭৯৭ খ্রিস্টাব্দ - মৃত্যু: ২৫৫ হিজরী / ৮৬৯ খ্রিস্টাব্দ) ছিলেন একজন মুসলিম পণ্ডিত এবং আরব বংশদ্ভূত ইমাম[২] অথবা পশ্চাদ্ভূমি পারসিয়ান ।[৩] তার সর্বাধিক পরিচিত রচনা সুনান আল দারিমি, হাদিসের একটি সংকলন বই ।[৪]

জীবনী[সম্পাদনা]

আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আবদুর রহমান বিন ফাজল বিন বাহরান বিন আবদুস সামাদ তামিমি আদ দারিমি সমরকান্দি, তিনি সাধারণত ইমাম দারিমি নামে পরিচিত, বনু দারিম বিন মালিক বিন হানজালাহ বিন যায়েদ বিন মানাহ বিন তামিম বা বনু তামিম উত্তর আফ্রিকা থেকে আসা আরব উপজাতির অন্তর্গত।[৫] বনু দারিমের পূর্বপুরুষদের মধ্যে থাকা তামিম বিন মুরারার সাথে সম্পর্কিত থাকায় তিনি ইমাম তামিমি নামেও পরিচিত ।[৬]

ইমাম দারিমি বলেন,- " ইমাম আবদুল্লাহ বিন মোবারক যে বছর মারা গিয়েছিলেন ওই একই বছর আমি জন্ম গ্রহণ করি । আর আবদুল্লাহ বিন মুবারক ১৮১ হিজরি সালে মারা গিয়েছিলেন ।"[৭]

আল-দারিমি ইয়াজিদ ইবনে হারুন, আবদুল্লাহ ইবনে আওন এবং অন্যান্যদের নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন। আর মুসলিম ইবনুল-হাজ্জাজ, আবু দাউদ, আল-তিরমিযী ও আবু জুরআ আল রাজি সহ বহু বিদ্বান তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছিলেন।

কাজ[সম্পাদনা]

  • সুনান আল-দারিমি -এটি হযরত মুহাম্মাদ (দঃ) এর হাদিস বিষয়ক ইমাম দারিমির বিখ্যাত সংকলন ।
  • তাফসির আল-দারিমি - ইমাম যাহাবি তার সিয়ারু আলামিন আন-নুবালায় এটির কথা উল্লেখ করেছেন ।[৮] বিদ্যমান নেই ।
  • আল-জামিআ - খতিব আল-বাগদাদি তার তারিখ আল-বাগদাদ -এর মধ্যে এটির উল্লেখ করেছেন ।[৯]
  • আল-দারিমি রচিত অারেকটি বইয়ের নাম হল - আর-রাদ আলাল-জাহমিয়া ।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dhahabi, ImamSiyar 'Alam al-Nubala [ed. Shu'ayb al-Arnaut]17। পৃষ্ঠা 558। 
  2. Brown, Jonathan A. C. (২০১২-১২-০১)। "al-Dārimī"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। 
  3. টেমপ্লেট:Cambridge History of Iran
  4. Studia Orientalia (ইংরেজি ভাষায়)। The Society। ২০০৬। আইএসবিএন 978-951-9380-66-7 
  5. (Lubbul Lubaab – Volume 1 – Page 308)
  6. (Al Ansaab – Volume 1 – Page 478)
  7. (Tahzibul Kamaal – Volume 15 – Page 216)
  8. (Sir A'lam al-Nubala - Volume 12 - Page 228)
  9. (Ta'rikh al-Baghdad - Volume 10 - Page 29)

বহিঃসংযোগ[সম্পাদনা]