আব্বাস সিদ্দিকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্বাস সিদ্দিকী
ব্যক্তিগত বিবরণ
জন্মফুরফুরা শরীফ, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত
নাগরিকত্বভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট
সম্পর্কনওশাদ সিদ্দিকী (ভাই)
বাসস্থানফুরফুরা শরীফ, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত

আব্বাস সিদ্দিকী একজন ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ। তাছাড়া তিনি রাজনৈতিক দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আকবর সিদ্দিকী ছিলেন ফুরফুরা শরিফের ছোট হুজুর খ্যাত পীর জুলফিকার আলির পুত্র। সে সূত্রে তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু বকর সিদ্দিকির চতুর্থ প্রজন্মের ব্যক্তি। আব্বাসের ছোট ভাই নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের চেয়ারম্যান।[২]

আব্বাস সিদ্দিকী আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

শিক্ষা জীবন শেষে আব্বাস সিদ্দিকী বিভিন্ন ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন। ২০১৬ সালে তিনি ফুরফুরা শরিফ আহলে সুন্নাতুল জামাত নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে তিনি ফুরফুরা নলেজ সিটির কাজ শুরু করেন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০২১ সালের ২১ জানুয়ারি আব্বাস সিদ্দিকী কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি নিজে দলের কোনো পদ না নিয়ে তার ছোট ভাই নওশাদকে দলটির চেয়ারম্যান নিযুক্ত করেন।[৩] শুরুতে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সাথে জোটের গুঞ্জন উঠলেও[৪][৫] শেষ পর্যন্ত দলটি ভারতীয় জাতীয় কংগ্রেস ও বাম দলগুলোকে নিয়ে সংযুক্ত মোর্চা গঠন করে। সে বছর ২৮ ফেব্রুয়ারি বাম ফ্রন্টের ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখেন আব্বাস।[৬][৭]

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আব্বাস ভোটে না দাঁড়ালেও,[৮] তার ভাই নওশাদ ভাঙড় থেকে নির্বাচিত হন। উক্ত নির্বাচনে সংযুক্ত মোর্চা এই একটি আসনেই জয়লাভ করে।[৯]

বিতর্ক[সম্পাদনা]

আব্বাস সিদ্দিকী অনেক বিতর্কের মধ্যে রয়েছেন। তাকে ২০২০ সালের দিল্লি দাঙ্গার পর আল্লাহর নিকট একটি "ভাইরাস" চাইতে শোনা যায়, যা "১০-৫০ কোটি মানুষকে হত্যা করবে"।[১০][১১] তিনি সাংসদ নুসরাত জাহানকে "শরীর দেখিয়ে উপার্জনকারী বলে উল্লেখ করেন" এবং তাকে "গাছে বেঁধে মারধর" করার কথা উল্লেখ করেন। তিনি কলকাতার মেয়র ও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে মুসলিম হওয়া সত্ত্বেও দুর্গাপূজায় অংশগ্রহণের জন্য একজন "কাফের ও ধর্মত্যাগী" বলে বর্ণনা করেছেন।[১২] ফরাসি বিদ্যালয়-শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করা ব্যক্তির সমর্থনও করেন।

এসব মন্তব্যের জবাবে; তিনি একটি সাক্ষাত্কারে উত্তর দিয়েছেন,[১৩] যে এই মন্তব্যগুলি উপেক্ষা করা উচিত কারণ "আব্বাস একটি ভিন্ন মতাদর্শের ছিল, তাকে থাকতে দিন।"[১০]

তথ‍্যসূত্র[সম্পাদনা]

  1. "'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট', বাংলায় নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "কে এই আব্বাস সিদ্দিকী, কীভাবে উত্থান, জানুন 'ভাইজানের' অজানা কাহিনি"asianetnews.com। ৪ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  3. "শেষ পর্যন্ত নতুন দলের নাম ঘোষণা আব্বাস সিদ্দিকির! বঙ্গ রাজনীতিতে শুরু নতুন ট্রেন্ড"ওয়ান ইন্ডিয়া। ২০২১-০১-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  4. "ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে জোট ওয়েইসির"ডয়চে ভেলে। ৪ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  5. ভট্টশালী, অমিতাভ (১৬ জানুয়ারি ২০২১)। "পশ্চিমবঙ্গ: ফুরফুরা শরিফের পীরজাদার মুসলিম-আদিবাসী-দলিতদের নতুন দল গড়ার ঘোষণা কি ক্ষমতাসীনদের জন্য অশনিসঙ্কেত"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  6. "ব্রিগেডের যাবতীয় 'আলো' কেড়ে নেন, জোট থেকে একমাত্র ফায়দা তুলে নিলেন আব্বাসই"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  7. "ব্রিগেডে হুঙ্কার আব্বাসের, কংগ্রেসকে স্পষ্ট বার্তা"এই সময়। ২৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  8. "ভোটে দাঁড়াচ্ছেন না সিদ্দিকি"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  9. "বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র সদস্য ISF বিধায়ক, জোটের ভবিষ্যত কী?"আজতক বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  10. Daniyal, Shoaib। "Abbas Siddiqui might struggle against TMC – but represents a churn amongst Bengali Muslims"Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  11. "পীরজাদা আব্বাস সিদ্দিকীর Viral Video ঘিরে বিতর্ক, শ্রীরামপুর থানায় অভিযোগ BJP-র, দুঃখপ্রকাশ পীরজাদার"। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  12. "Explained | What Does Controversial Cleric Abbas Siddiqui's Poll Plunge Mean For Bengal?"Moneycontrol। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  13. মুখোমুখি (১৩.০৩.২১) ভোট কেটে আসলে আপনি বিজেপির সুবিধা করবেন? মুখোমুখি পীরজাদা আব্বাস সিদ্দিকি, সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]