আলাপ:২০১৩-র শাহবাগ আন্দোলন
আলোচনা যোগ করুনএই পাতাটি ২০১৩-র শাহবাগ আন্দোলন নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
শাহবাগ প্রজন্ম চত্বর নিবন্ধটি ২০১৩ শাহবাগ আন্দোলন অথবা শাহবাগ অবরোধ ২০১৩ নিবন্ধের সাথে একত্রিকরণ করার কথা বলা হচ্ছে। আমি এই মতের সাথে একমত নই। লক্ষ্য করুণ, আমার নিবন্ধটির মূল বিষয়বস্তু প্রজন্ম চত্বর সম্পর্কিত যদিও এটি আন্দোলনের বিষয়বস্তু ধারণ করে। প্রজন্ম চত্বরকে বিশেষ ভাবে তুলে ধরাই লক্ষ্য বিধায় একত্রিকরণের বিরুদ্ধে আমি মত প্রকাশ করলাম। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৯:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি))
- আমি একত্রীকরণের পক্ষে। "প্রজন্ম চত্বর" টার্মটি জনমানুষে আরও বহুল ব্যবহৃত হলে এবং এটা ডিকশনারী সম গুরুত্ব পেলে তারপর নিবন্ধ করা যেতে পারে। আপাতত শাহবাগ আন্দোলন নিবন্ধে সব লেখার অনুরোধ করছি। তবে অবশ্যই আপনি যদি প্রজন্ম চত্বর নিবন্ধটিকে বড় করে একটা নোটেবিলিটি দিতে পারেন তাহলে কোন আপত্তি থাকার প্রশ্নই উঠে না। কিন্তু বর্তমানে নিবন্ধটির অবস্থা ভাল নয়। -- মুহাম্মদ (আলাপ) ১৯:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- আমি আবারো বলছি, লক্ষ্য করুন ইংরেজি উইকিপেডিয়াতে তাহরির স্কোয়ার এবং মিশরের আন্দোলন নিয়ে দুটো নিবন্ধ আছে। আমার নিবন্ধটি সেই তাহরির স্কোয়ারের প্রতিছবি হিসেবে দাঁর করাতে চাচ্ছি। অন্য নিবন্ধটি মিশরের আন্দোলনের মত দাঁড়িয়েছে। যদিও আমার নিবন্ধটি ছোট কিন্তু দু একদিনের মধ্যে সেটা বড় করা হবে।আপনাদের আরও প্রশ্ন থাকলে করতে পারেন।(Mohd. Toukir Hamid (আলাপ) ০৭:১৩, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি))
শিরোনাম এবং একাধিক নিবন্ধ
[সম্পাদনা]আমি এই বিষয়ে একটি নিবন্ধ তৈরি করার পর এই নিবন্ধটি তৈরি করে এখানে সেটিকে রি-ডাইরেক্ট করার কারণ কি? --Ashiq Shawon (আলাপ) ২০:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- নিবন্ধ তো একটিই থাকতে হবে, তাই না? আপনি কি নামে নিবন্ধ হোক জান? শাহবাগের অবরোধ বললে পুরো ব্যাপারটি শুধু শাহবাগের হয়ে যায়। কিন্তু দেশের অন্য জায়গাতেও হচ্ছে, এমনকি বিদেশেও। তাই শাহবাগ আন্দোলন বললে একটা আন্দোলনের নাম পাওয়া যায় যেটা পরে যেকোন স্থানে ছড়িয়ে পড়তে পারে। অবরোধের চেয়ে আন্দোলন কি বেশি যুক্তিযুক্ত নয়? -- মুহাম্মদ (আলাপ) ২০:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
নিবন্ধ স্থানান্তর
[সম্পাদনা]নিবন্ধটি নতুন নামে স্থানান্তরের কারণ কি? নিবন্ধের শুরুতেই তো লেখা আছে এটি একটি চলমান ঘটনাট উপরে লেখা নিবন্ধ। --নাসির খান সৈকত • আলাপ • ১৭:০৪, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- ব্যবহারকারী:Shimantars নিবন্ধটিকে নতুন নামে স্থানান্তর করেছেন (নিবন্ধের ইতিহাসের পাতায় দেখুন), যেটার কোন প্রয়োজন নেই। এখন পূর্বের নামে ফেরত নিলেই হবে। --Leemon2010 (আলাপ) ১৭:২৩, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- যদিও এই নিবন্ধ আমিই প্রথম শুরু করি, পরবর্তীতে জনাব মোহাম্মদ সাহেব এটি রি-ডাইরেক্ট করেন; তবে আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছিনা। কিন্তু আমি শিরোনাম পরিবর্তনের পক্ষে; এটি 'অবরোধ'; প্রোটেস্ট-এর বাংলা 'বন্ধ' বা বাধা দেয়া এবং শাহবাগ-এ যা করা হচ্ছে তা হলো অবস্থান ধর্মঘট। এই বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী। নিবন্ধ রি-ডাইরেক্ট করার বিষয়ে আমি আর কিছু বলবো না। ধন্যবাদ - --Ashiq Shawon (আলাপ) ১৭:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- "২০১৩-র_শাহবাগ_আন্দোলন এর বদলে" "শাহবাগের গন আন্দোলন" বা "শাহবাগের গন জাগরন(বানান?)" করলে কেমন হয়? Anupdebnath7 (আলাপ) ২৩:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
প্রজন্ম চত্বর- নামকরণ
[সম্পাদনা]প্রজন্ম চত্বর অনুচ্ছেদে এই বাক্যটি বার বার যোগ করা হচ্ছে যে "শহীদ বুদ্ধিজীবী ড. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী আন্দোলনের ২য় দিন এই নাম প্রস্তাব করেন। "। কিন্তু কোনো তথ্যসূত্র না থাকায় সেটি অপসারণ করা হয়েছে। তথ্যসূত্র জানা থাকলে সেটি উল্লেখ করার অনুরোধ করছি। --নাসির খান সৈকত • আলাপ • ০৬:১৮, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
গান, কবিতা, স্লোগান অবিশ্বকোষীয়
[সম্পাদনা]উইকিপিডিয়ায় গান, কবিতা বা স্লোগান বিশ্বকোষীয় নয়। তাছাড়া কপিরাইটের বিষয়ও রয়েছে। এগুলো কোনভাবেই উইকিপিডিয়ায় প্রকাশ করা যাবে না। এগুলো অন্যকোন সাইটে থাকলে তথ্যটি উল্লেখ করে তথ্যসূত্র হিসেবে লিঙ্ক দেওয়া যাবে। কিন্তু সম্পূর্ণ কবিতা, গান বা স্লোগান রাখা যাবে না। অনুগ্রহ করে অনুচ্ছেদটি পরিমার্জন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- নাম এবং লেখক এর নাম রেখে গানের বডি মুছে দিব? --Anup Debnath (আলাপ)
আসলে এ তথ্যগুলোর জন্য আলাদা অনুচ্ছেদ হওয়া উচিত, হতে পারে এমন "জনপ্রিয় মাধ্যমে শাহবাগ আন্দোলন"। তাতে বিভিন্ন মিডিয়া যেমন প্রিন্ট, টিভি, রেডিও, অনলাইন মিডিয়াতে এ আন্দোলনের বিষয়ে যা প্রকাশ করা হয়েছে সে তথ্যের একটি সংকলন থাকবে, তবে শুধু তথ্য কোন গান বা কবিতা নয়। সেখানে গানের শিল্পী বা কবিতার লেখকের নাম উল্লেখ্য করে প্রকাশকের কথা লেখা যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৭, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- আমার মতে শুধু কবির সুমনের গণদাবি গানটি লাইনগুলি রাখা যেতে পারে। --Leemon2010 (আলাপ) ১৮:৩১, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- কবিতা অংশটির অবলোপন কাম্য। কারণ এগুলোর স্থান, উন্মুক্ত হলে উইকিসংকলন, উইকিপিডিয়া নয়। অধিকাংশই প্রাথমিক উৎস থেকে সংগৃহীত। শুধু কবির সুমনের গান রাখার বিপক্ষে আমি, কবির সুমন এমন কী আহামরি লিখেছেন, যা বাকিদের ছাপিয়ে স্থান পাবার যোগ্যতা অর্জন করে নিলো? আশা করি বোঝাতে পারছি, ১. উন্মুক্ত লাইসেন্সের হলে উইকি সংকলনে স্থান পেতে পারে। ২. প্রাথমিক উৎস থেকে কোনো তথ্যই নির্ভরযোগ্য নয়। তাই অপসারণ কাম্য। তবে উল্লেখ করা যেতে পারে, এ উপলক্ষে কারা কারা কবিতা-গান রচনা করেছেন, এবং সেগুলোর জন্যও প্রাথমিক উৎস পরিত্যাজ্য। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
জামায়েত শিবির সমর্থিত প্রতিষ্ঠানের তালিকা
[সম্পাদনা]এ তালিকাটি এ নিবন্ধের সাথে সম্পর্কিত নয়। এ আন্দোলনে এদের নিষিদ্ধ করার দাবি করা হয়েছে এটুকু উল্লেখ করলেই হবে। কোনটি এদের প্রতিষ্ঠান কোনটি নয় তা চিহ্নিত করা এ নিবন্ধের সাথে সম্পর্কিত নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
মুছে ফেলা
[সম্পাদনা]এই নিবন্ধটি বারবার vandalize করার চেষ্টা করা হয়েছে। তাই এই নিবন্ধটি মুছে ফেলা প্রয়োজন। শাহবাগ আন্দোলন একটি নিবন্ধ তৈরি করেছি।
- নিবন্ধ vandalise হলে তা মুছে আরেকটি লিখতে হবে এমন কোন নিয়ম নেই। আর vandalism থেকে রক্ষা করতে এটিকে অনেক আগে থেকেই সুরক্ষিত করে রাখা হয়েছে।