ত্রৈলোক্যচন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রৈলোক্যচন্দ্র
রাজত্ব৯০০ - ৯৩০
পূর্বসূরিচন্দ্র রাজবংশের প্রতিষ্ঠাতা
উত্তরসূরিশ্রীচন্দ্র
বংশধরশ্রীচন্দ্র
রাজবংশকায়স্থ
রাজবংশচন্দ্র
পিতাসুবর্ণচন্দ্র
ধর্মহিন্দু, পরবর্তীতে বৌদ্ধধর্ম অবলম্বন করেন।

ত্রৈলোক্যচন্দ্র (শাসনকাল আনু. ৯০০ - ৯৩০) পূর্ব বঙ্গের হরিকেল জনপদের চন্দ্র রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক। তাঁর পিতা সুবর্ণচন্দ্র পূর্ববর্তী হরিকেল রাজবংশের সামন্ত ছিলেন। ত্রৈলোক্যচন্দ্র দেবপর্বতকে (বর্তমান কুমিল্লার ময়নামতির নিকটে) কেন্দ্র করে রাজ্য পরিচালনা করেন এবং কচুয়া পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করে "মহারাজাধিরাজ" উপাধী গ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

পূর্বসূরী
হরিকেলের অজ্ঞাত রাজা
চন্দ্রবংশীয় রাজা
৯০০ - ৯৩০ খ্রিষ্টাব্দ
উত্তরসূরী
শ্রীচন্দ্র