তেঘরীয়া
তেঘরীয়া | |
---|---|
গ্রাম | |
বাংলাদেশের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৪′৩১″ উত্তর ৯১°৩৫′০৯″ পূর্ব / ২৪.৭৪১৯১১° উত্তর ৯১.৫৮৫৯৫৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট |
জেলা | সুনামগঞ্জ |
উপজেলা | জগন্নাথপুর |
ইউনিয়ন | সৈয়দপুর শাহারপাড়া |
ওয়ার্ড নং | ৫ |
জনসংখ্যা [১] | |
• মোট | ১,৮৬২ |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০) |
তেঘরীয়া বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত।
ইতিহাস
[সম্পাদনা]প্রাথমিক দিকে তেঘরীয়ায় তিন ঘর সম্ভ্রান্ত ব্রাহ্মণের বাস ছিল। সেখান থেকে "তেঘরীয়া" নামের উদ্ভব। উপসর্গ "তে" শব্দের অর্থ "তিন" এবং "ঘর" থেকে "ঘরীয়া" শব্দের উদ্ভব, যার অর্থ ঘরযুক্ত।[২]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]তেঘরীয়া সুনামগঞ্জ জেলার দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। মাগুরা নদী তেঘরীয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
জনউপাত্ত
[সম্পাদনা]তেঘরীয়া গ্রামের মোট জনসংখ্যা ১,৮৬২ জন যার মধ্যে ৯৭৩ জন পুরুষ ও ৮৯৯ জন নারী।[১] পুরুষ ও নারীর অনুপাত ১০০:৯২.৩৯।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]গ্রামে তেঘরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ২৫০ শিক্ষার্থী পড়াশোনা করে।[৩] তেঘরীয়া জামে মসজিদ গ্রামের উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান।[৪] তেঘরীয়া গ্রামে একটি মহিলা মাদ্রাসাও রয়েছে। সেখানেও প্রায় ২৫০ শিক্ষার্থী পড়াশুনা করে।
যোগাযোগ
[সম্পাদনা]তেঘরীয়া জগন্নাথপুর (রানীগঞ্জ–জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়ক, আর২৪১) থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "সৈয়দপুর শাহাড়পড়া ইউনিয়ন: গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০।
- ↑ Hussain, Muhammad Gulzar। নামতত্ত্বে জগন্নাথপুর উপজেলা। St Albans, United Kingdom।
- ↑ প্রাথমিক বিদ্যালয়। Syedpur Shaharpara UP। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০।
- ↑ মসজিদ। Syedpur Shaharpara UP। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |