বিষয়বস্তুতে চলুন

নিখিল সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিখিল সরকার
(শ্রীপান্থ)
জন্ম
নিখিল সরকার

(১৯৩২-০৫-০১)১ মে ১৯৩২
মৃত্যু১৭ আগস্ট ২০০৪(2004-08-17) (বয়স ৭২)
জাতীয়তাভারত
অন্যান্য নামশ্রীপান্থ, দৌবারিক
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাসাংবাদিক ও লেখক
প্রতিষ্ঠানযুগান্তর, আনন্দবাজার পত্রিকা
পরিচিতির কারণকলকাতার কড়চা (কলকাতার নোটবই)
উল্লেখযোগ্য কর্ম
আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, মোহন্ত-এলোকেশী সংবাদ
পুরস্কারআনন্দ পুরস্কার (১৯৭৮)

নিখিল সরকার (১ মে,১৯৩২ — ১৭ আগস্ট, ২০০৪) একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিক। তিনি “শ্রীপান্থ” ছদ্মনামে অধিক পরিচিত ছিলেন। [] 'দৌবারিক' তার আর একটি ছদ্মনাম।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নিখিল সরকার অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপু্র গ্রামে ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। প্রাথমিক লেখাপড়ার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন।[]

সাংবাদিক জীবন

[সম্পাদনা]

তরুন বয়েসে সাংবাদিকতার কাজে যোগ দেন তিনি। প্রথমে যুগান্তর ও পরে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত হন| আনন্দবাজারে সোমবার প্রকাশিত কলকাতার কড়চা বিভাগটির দায়িত্বে ছিলেন দীর্ঘকাল। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ও গবেষণামূলক রচনাদি লিখেছেন নিখিল সরকার। তরুন সাংবাদিক প্রতিভাদের খুঁজে আনা ও প্রতিষ্ঠা দেওয়া ছিল তার অন্যতম কাজ।[] তার চর্চার বিষয় ছিল বাংলার সামাজিক ইতিহাস, কলকাতার সমাজ ও সংস্কৃতি। কলকাতার শিল্পী সংস্কৃতি বিষয়ে তার বেশি কিছু প্রবন্ধ ইংরেজিতেও প্রকাশিত হয়েছে। বাংলা মুলুকে প্রথম ধাতব হরফে ছাপা বই হালেদের 'আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ'-এর দীর্ঘ ভূমিকা তার মধ্যে অন্যতম। ১৯৭৮ সালে আনন্দ পুরস্কার পান নিখিল সরকার।[]

  • আজব নগরী
  • শ্রীপান্থের কলকাতা
  • যখন ছাপাখানা এল
  • এলোকেশী মোহন্ত সম্বাদ
  • কেয়াবাৎ মেয়ে
  • মেটিয়াবুরুজের নবাব
  • দায়
  • বটতলা
  • পড়ার বই এর বাইরে পড়া
  • জিপসীর পায়ে পায়ে
  • ক্রীতদাস
  • "ঠগী"
  • "কালি কলম মন"
  • "হারেম"

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা,জানুয়ারি ২০১৯, পৃষ্ঠা ১৯৩আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ২১৪। আইএসবিএন 978-81-7955-007-9 
  3. "Journalist dead"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২ 
  4. ঘোষ, সেমন্তী। "পড়াশোনার শিল্পকর্মের সাধন-সন্ধানী"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২ 
  5. "Sreepantha"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২