ত্রানকুয়েরা মসজিদ
অবয়ব
ত্রানকুয়েরা মসজিদ | |
---|---|
মসজিদ তেংকেরা | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | মালাক্কা সিটি, মালাক্কা, মালয়েশিয়া |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | জাভা |
সম্পূর্ণ হয় | ১৭২৮ |
মিনার | ১ |
ত্রানকুয়েরা মসজিদ (মালয়: মসজিদ তেংকেরা) হলো মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের মালাক্কা সিটির একটি মসজিদ।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]মসজিদটি ১৭২৮ সালে নির্মিত হয়েছিল এবং ১৯৯০ সালে আল আজিম মসজিদ প্রতিষ্ঠার আগে এটি মালাক্কার রাজ্য মসজিদ হিসেবে ব্যবহৃত হত।
স্থাপত্য
[সম্পাদনা]আসল মসজিদ কাঠামোটি পুরোপুরি ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালিমান্তান থেকে আনা কাঠ দিয়ে তৈরি হয়েছিল। মসজিদটিতে তখন থেকে বেশ কয়েকবার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করা হয়েছে। এই মসজিদটি জাভা সংস্কৃতির উপাদান দিয়ে তৈরি। মসজিদটিতে তিন-স্তরের পিরামিডীয় ছাদ এবং একটি বর্গকার ভিত্তি রয়েছে। এটি মালয়েশিয়ার অল্প কয়েকটি মসজিদের মধ্যে একটি, যেখানে মিনারের জায়গায় প্যাগোডা রয়েছে।[৩] মসজিদের ভেতরের অংশ মালয়, চীনা এবং ইন্দোনেশীয় উপাদানগুলোর মিশ্রণে তৈরি।
মসজিদের পাশে জোহরের সুলতান হুসেইন শাহের সমাধি রয়েছে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ https://www.academia.edu/300391/_Melaka_s_Former_State_Mosque_Masjid_Tengkera_Tranquerah_Mosque_in_LINK_1_Jun_2005_2-4
- ↑ Leong, Ewe Paik (২০১৭-০৬-০১)। "GO: Melaka mosques"। NST Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
উইকিমিডিয়া কমন্সে ত্রানকুয়েরা মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।