আলাপ:সেট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গণিত পরিভাষায় বোধহয় intersection-এর জন্যে "ছেদ সেট" এর থেকে better বাংলা আছে। না খুঁজে পেলে ইন্টারসেক্সন লিখুন। ছেদ সেট শুনতে কিরকম ছিদ্র ওয়ালা সেট মনে হচ্ছে। হয়ত সেটা আমার অনেকদিন হিন্দি ভাষী এলাকায় থেকে "ছেদ" শব্দের ভিন্ন অর্থ শোনার অভ্যেসের জন্যে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৩৪, ২১ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধরে নিন কাজ হয়ে গেছে (চাচা চৌধুরী কমিকস থেকে), কিন্তু এটা ঠিক যে ছেদ কথাটাই এখানে সবচেয়ে ভালো। আমাদের গণিত বইয়ে ছিল মনে আছে। বরং ইউনিয়নের বাংলা মনে করতে পারলাম না বলেই লিখি নি। --ইমাম তাশদীদ উল আলম ১১:০৮, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]