বিষয়বস্তুতে চলুন

হুয়ান জাম্বুদিও বেলাস্কো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুয়ান জাম্বুদিও বেলাস্কো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হুয়ান জাম্বুদিও বেলাস্কো
জন্ম (১৯২১-১১-২১)২১ নভেম্বর ১৯২১
জন্ম স্থান লা আলকেরিয়া, স্পেন
মৃত্যু ২১ জানুয়ারি ২০০৪(2004-01-21) (বয়স ৮২)
মৃত্যুর স্থান ইগুয়ালাদা, স্পেন
মাঠে অবস্থান গোলরক্ষক
যুব পর্যায়
মোয়েত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৪০–১৯৪২ মোয়েত
১৯৪২–১৯৫৬ বার্সেলোনা ১৬৮ (০)
১৯৫৫–১৯৫৬সাবাদেয় (ধার)
১৯৫৭–১৯৫৮ মেরকান্তিল
১৯৫৮ সাবাদেয়
জাতীয় দল
১৯৪৯ স্পেন বি (০)
১৯৪৪–১৯৪৮ কাতালান (০)
পরিচালিত দল
১৯৫৮–১৯৫৯ সাবাদেয়
১৯৬০ সাবাদেয়
১৯৬২–১৯৬৩ অস্পিতালেত
১৯৬৩–১৯৬৪ ইউরোপা
১৯৬৪–১৯৬৭ সান্তস
১৯৬৮ গ্রানোলার্স
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

হুয়ান জাম্বুদিও বেলাস্কো (জন্ম: ১৯২১ সালের ২১শে নভেম্বর, মৃত্যু: ২১ জানুয়ারি ২০০৪) একজন স্পেনীয় ফুটবল গোলরক্ষক। তিনি মূলত মোয়েত এবং বার্সেলোনার হয়ে খেলেছেন। তিনি সাবাদেয়তে খেলে অবসর নিয়েছিলেন।

১৯২২ সালে, তিনি মাত্র ২১ বছর বয়সে ফুটবল ক্লাব বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। প্রাকৃতিক আলো ব্যবহারের জন্য শীতকালীন ম্যাচগুলো বিকেল ৩টা সময় অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি একটি ক্যাপ পড়ে খেলতেন। চোখে আঘাত পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি ফুটবল ক্লাব বার্সেলোনার প্রধান গোলরক্ষক ছিলেন। তিনি যখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিলেন, তখন পর্যন্ত তার স্থানে আন্তোনি রামায়েতস তার স্থান পাকাপোক্ত করে ফেলেছিলেন; যার ফলে তিনি আর কখনও মূল জায়গায় ফিরে যেতে পারেননি।

১৯৫৪ সালে তিনি এফসি বার্সেলোনা ছেড়ে সিই সাবাদেয় এফসিতে যোগদান করেছিলেন, যেখানে তিনি এক মৌসুম পরে অবসর গ্রহণ করেন। অবসর নেওয়ার পরে তিনি সিই সাবাদেল এফসি কোচ হিসাবে কাজ করেছিলেন। তিনি স্পেনীয় বি নির্বাচনের সাথে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করেছেন।

সম্মাননা ও অর্জন

[সম্পাদনা]
এফসি বার্সেলোনা

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:সিই সাবাদেয় এফসি ম্যানেজার