আলাপ:ফুলচাষ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Foysalur Rahman Shuvo কর্তৃক ৪ বছর পূর্বে "সম্প্রসারণ প্রয়োজন" অনুচ্ছেদে

বিশেষ এডিটাথন ২০২০ প্রসঙ্গে[সম্পাদনা]

@Moheen: ভাই, বিশেষ এডিটাথন ২০২০-এ "ফুলচাষ" নিবন্ধটি আমার তৈরি করার কথা ছিলো, আমি তালিকায় আমার নাম-ও যুক্ত করে রেখেছিলাম। এখন কাজ শুরু করতে যাবো, এমতাবস্থায় দেখতে পেলাম আপনি নিবন্ধটি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এখন কি করা উচিৎ, আমি কি আমার নাম তালিকা থেকে সরিয়ে দেবো না পুনরায় আমায় পাতা তৈরির সুযোগ দেওয়া হবে ~ নাহিয়া (আলাপ) ১৪:২২, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian~bnwiki: দুঃখিত! আমি একদমই খেয়াল করি নি যে আপনার নাম ছিলো। যেহেতু আমি নিবন্ধটি তৈরি করে ফেলেছি তাই এটি আর অপসারণের প্রয়োজন নেই। নিবন্ধটির প্রণেতা আমি হলেও এটি যাতে আপনার নামে গণনা করা হয় সেজন্য তালিকা পাতায় একটা মন্তব্য দিয়ে রাখবো। আমার কোনো আপত্তি নেই! :) ~মহীন (আলাপ) ১৪:৩৪, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
পর্যালোচকের দৃষ্টি আকর্ষণ: নিবন্ধটি তৈরির পূর্বে অনাকাঙ্খিতভাবে খেয়াল করি নি যে এটি User:Nahian~bnwiki তৈরি করার কথা! পর্যালোচনাকারীদের অনুরোধ থাকবে গণণার সময় এটি Nahian~bnwiki এর হিসাবে বিবেচনা করার। ~মহীন (আলাপ) ১৪:৪২, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্প্রসারণ প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় User:Nahian~bnwiki ভাই অথবা User:Moheen ভাই উক্ত পাতাটি তৈরি করার জন্য ধন্যবাদ। কিন্তু পাতাটি সম্প্রসারণ করা প্রয়োজন এবং আপনি অথবা আপনারা বাংলাপিডিয়া বা গুগল থেকে তথ্য সংগ্রহ করে নিজের ভাষায় সম্প্রসারণ করার অনুরোধ করা হলো, উল্লেখ্য বাংলাপিডিয়া এবং গুগল এর লিংক নিবন্ধ তালিকার ডান পাশে দেওয়া আছে। সম্প্রসারণ করার পর "কাজ প্রয়োজন" ট্যাগটি আমি সরিয়ে ফেলব, তাই পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই, ধন্যবাদ।এফ আর শুভ (আলাপ) ১০:৫৩, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন