বিষয়বস্তুতে চলুন

ভারতী শিবাজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতী শিবাজী
জন্ম১৯৪৮
পেশাশাস্ত্রীয় নৃত্যশিল্পী
পরিচিতির কারণমোহিনীঅট্টম
পুরস্কারপদ্মশ্রী
সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার
লাস্য লক্ষ্মী
সাহিত্য কলা পরিষদ সম্মান
নৃত্য চূড়ামণি

ভারতী শিবাজি একজন ভারতীয় মোহিনীঅট্টম নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক এবং লেখক; মোহিনীঅট্টম নৃত্যশিল্পে তাঁর মূল অবদান হল নৃত্য পরিবেশন, রচনা, গবেষণা এবং শিল্পকলাটির বিকাশ এবং প্রসারণে উদ্যোগ[]। তিনি 'সেন্টার ফর মোহিনীঅট্টম' বলে একটি নৃত্য অকাদেমির প্রতিষ্ঠাতা এবং 'আর্ট অফ মোহিনীঅট্টম' এবং 'মোহিনীঅট্টম' নামে দুটি বইয়ের সহ-লেখক[] । তিনি সংগীত নাটক আকাদেমি পুরস্কার [] এবং সাহিত্য কলা পরিষদ সম্মানের প্রাপক। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তাঁর অবদানের জন্য ২০০৪ সালে ভারত সরকার তাঁকে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন[][]

জীবনী

[সম্পাদনা]

ভারতী শিবাজি ১৯৪৮ সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাবুর জেলার কুম্ভকোনম নামক মন্দির শহরে জন্মগ্রহণ করেছিলেন[]।শৈশবে ললিতা শাস্ত্রীর অধীনে ভারতনাট্যমে[] এবং গুরু কেলুচরণ মহাপাত্রের অধীনে ওড়িশিতে তাঁর প্রাথমিক প্রশিক্ষণ ছিল []। পরে, প্রখ্যাত সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায়ের পরামর্শে তিনি কেরলের ঐতিহ্যবাহী নৃত্য রূপ মোহিনীঅট্টমের উপর গবেষণা শুরু করেছিলেন[]সংগীত নাটক আকাদেমির কাছ থেকে গবেষণা ফেলোশিপ অর্জনের পরে, তিনি কেরালা ভ্রমণ করেছিলেন এবং কেরালার মন্দির শিল্পের পণ্ডিত এবং সংগীত নাটক আকাদেমির প্রাক্তন ভাইস-চেয়ারম্যান কাভালাম নারায়ণ পানিকারের অধীনে গবেষণা চালিয়েছিলেন। এই সময়েই ভারতনাট্যমওড়িশির থেকে সরে এসে, তিনি রাধা মারারের অধীনে এবং পরে কলামণ্ডলম সত্যভামার অধীনে মোহিনীঅট্টমের প্রশিক্ষণ নিতে শুরু করেন; এছাড়া তিনি মোহিনীঅট্টমের প্রথিতযশা শিল্পী, যাকে মোহিনীঅট্টমের জননী বলে মনে করা হয়, সেই কলামন্ডলম কল্যাণিকুট্টি আম্মা[] র অধীনে প্রশিক্ষণও পেয়েছিলেন।

উত্তরাধিকার

[সম্পাদনা]

নতুন দিল্লিতে চলে এসে ভারতী মোহিনীঅট্টম প্রচারের জন্যে একটি নিবেদিত নৃত্যশালা 'সেন্টার ফর মোহিনীঅট্টম' প্রতিষ্ঠা করেন। তিনি মোহিনিঅট্টম জাঁকজমকপূর্ণ শৃঙ্খলে আরও ভঙ্গিমা যুক্ত করে[] এবং ব্যালে নৃত্যের মতো অন্যান্য নৃত্যের সাথে মিলিত করার মাধ্যমে নতুন নৃত্যশৈলী রচনা করে, মোহিনীঅট্টম নৃত্যের ঐতিহ্যের বিবর্তনে অবদান রেখেছেন বলে মনে করা হয়। কন্যা বিজয়লক্ষ্মীর সাথে কোরিওগ্রাফ করা তচাইকভস্কির 'সোয়ান হ্রদ' তাঁর মোহিনীঅট্টমের রূপান্তরের এ রকমই একটি প্রচেষ্টা[১০] । তাঁর নৃত্যরচনায় রবীন্দ্রনাথ ঠাকুরেভানুসিংহর পদাবলী[১১], মণিপ্রভালামের চন্দ্রোৎসব, ঋগবেদ থেকে সোমস্তুতি এবং অষ্টপদী থেকে দেবগীতার বিভিন্ন রচনা ব্যবহৃত হয়েছে। তিনি কেরালার অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলা যেমন ওটমথুলালাল, কৈকোটিকালি, থায়ম্বাকা এবং কৃষ্ণনট্টমকেও মোহিনীঅট্টমে মিশ্রিত করেছেন বলে জানা যায়।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

মোহিনীঅট্টমে তাঁর অবদানের জন্যে, ২০০০ সালে ভারতী শিবাজী সংগীত নাটক আকাদেমি পুরস্কারে [] ভূষিত হন। আরও চার বছর পরে ২০০৪ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার লাভ করেন[]। এছাড়া তিনি সাহিত্য কলা পরিষদ সম্মান, কেরল কুঞ্চন নাম্বিয়ার স্মৃতি ট্রাস্টের লাস্য লক্ষ্মী উপাধি এবং চেন্নাইয়ের কৃষ্ণ গণসভা থেকে নৃত্য চুড়ামণির উপাধি পেয়েছেন [১২]। তিনি ২০১৩ সালে কেরালা সরকারের নিশাগন্ধী পুরস্কারম লাভ করেছিলেন[১৩]

দুই আমেরিকান চলচ্চিত্র নির্মাতা সারা ও উরস বাউর মোহিনীঅট্টম এবং ভারতী শিবাজীর নৃত্যকলার উপর একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন; এই তথ্যচিত্রে ভারতী শিবাজীর কন্যা বিজয়লক্ষ্মীও ছিলেন। মা-মেয়ের দ্বৈত নৃত্যের বিবরণী সহ ৭৮ মিনিটের এই তথ্যচিত্রটি হলিউডের লস অ্যাঞ্জেলেসের হলিউডের রালে থিয়েটারে ২০১১র ৯ই জুলাই মুক্তি পায়।

গ্রন্থাবলী

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mohiniyattam (Bharati Shivaji and Vijayalakshmi)"। Exotic India Art। ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  2. Bharati Shivaji, Avinash Pasricha (১৯৮৬)। Art of Mohiniyattam। Lancer, India। পৃষ্ঠা 107। আইএসবিএন 978-8170620037 
  3. "Sangeet Natak Akademi Puraskar"। Sangeet Natak Akademi। ২০১৫। ৩১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫ 
  4. "Padmashri Bharati Shivaji"। Thiraseela। ২০১৫। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  5. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫ 
  6. "Performers of Indian dances and music"। Indian Embassy, Russia। ২০১৫। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  7. "Bound to Kerala by Mohiniyattam"The Hindu। ১৭ মে ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  8. "Time for Samvaad"The Hindu। ১৬ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  9. "Kalamandalam Kalyanikutty Amma"। Smith Rajan। ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  10. "The power of grace"। The Acorn। ২০১৫। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  11. "A seeker's odyssey"The Hindu। ১৬ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  12. "Profile of Padmashree Bharti Shiwaji"। Spicmacay। ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৫ 
  13. "Nishagandhi Award for Bharati Shivaji"The Times of India। ২০১৭-০১-২০। ২০১৭-০১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২১ 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • ভারতী শিবাজী (২রা সেপ্টেম্বর, ২০১৮). "এ টেট আ টেট উইথ মোহিনীঅট্টম এক্সপোনেন্ট ভারতী শিবাজী" (সাক্ষাতকার). সুপ্রিয়া রঞ্জন দ্বার গৃহীত সাক্ষাতকার.

বহিঃসংযোগ

[সম্পাদনা]