বিষয়বস্তুতে চলুন

সাগর লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগর লোকসভা কেন্দ্র
ভারতীয় নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যমধ্য প্রদেশ
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

সাগর লোকসভা কেন্দ্রটি ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ২৯ টি লোকসভা কেন্দ্রের একটি। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এটি সাগর এবং বিদিশা জেলার কিছু অংশ নিয়ে গঠিত। []

সংসদ সদস্য

[সম্পাদনা]
বছর বিজয়ী পার্টি
মধ্য ভারত রাজ্য
১৯৫২ খুবচাঁদ সোদিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস
মধ্য প্রদেশ রাজ্য
১৯৫৭ জওলা প্রসাদ জ্যোতিষি ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬২ জওলা প্রসাদ জ্যোতিষি ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬৭ রামসিংহ আয়রওয়াল ভারতীয় জনসঙ্ঘ
১৯৭১ সহোদরবাই রায় ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ নর্মদা প্রসাদ রায় ভারতীয় লোকদল
১৯৮০ সহোদরবাই রায় ভারতীয় জাতীয় কংগ্রেস (আই)
১৯৮৪ নন্দলাল চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৯ শঙ্কর লাল খাতিক ভারতীয় জনতা পার্টি
১৯৯১ আনন্দ আহিরোয়ার ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৬ বীরেন্দ্র কুমার ভারতীয় জনতা পার্টি
১৯৯৮ বীরেন্দ্র কুমার ভারতীয় জনতা পার্টি
১৯৯৯ বীরেন্দ্র কুমার ভারতীয় জনতা পার্টি
২০০৪ বীরেন্দ্র কুমার ভারতীয় জনতা পার্টি
২০০৯ ভূপেন্দ্র সিং ভারতীয় জনতা পার্টি
২০১৪ লক্ষ্মী নারায়ণ যাদব ভারতীয় জনতা পার্টি
২০১৯ রাজবাহাদুর সিংহ ভারতীয় জনতা পার্টি

নির্বাচনের ফলাফল

[সম্পাদনা]

সাধারণ নির্বাচন, ২০১৯

[সম্পাদনা]

২০১৯ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির রাজবাহাদুর সিংহ । তিনি এই নির্বাচনে মোট ৬,৪৬,২৩১ টি বা ৬২.৩১ শতাংশ ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি। সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ৩,৪০,৬৮৯ টি বা ৩২.৮৫ শতাংশ ভোট পায় এবং বহুজন সমাজ পার্টি ২০,৩৬৩ টি বা ১.৯৬ শতাংশ ভোট পায়।

সাধারণ নির্বাচন, ২০১৯: ভিন্দ
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রাজবাহাদুর সিংহ ৬,৪৬,২৩১ ৬২.৩১ ৮.২১
কংগ্রেস প্রভু সিং ঠাকুর ৩,৪০,৬৮৯ ৩২.৮৫ -৭.৭৫
বিএসপি রাজকুমার যাদব ২০,৩৬৩ ১.৯৬ -০.২৭
সংখ্যাগরিষ্ঠতা ৩,০৫,৫৪২ ২৯.৪৬ +১৫.৯৩
ভোটার উপস্থিতি ১০,৩৭,৫৩৬ ৬৫.৫৪
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

সাধারণ নির্বাচন, ২০১৪

[সম্পাদনা]

২০১৪ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির লক্ষ্মী নারায়ণ যাদব। তিনি এই নির্বাচনে মোট ৪,৮২,৫৮০ টি ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে বহুজন সমাজ পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। এই সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ৩,৬১,৮৪৩ টি ভোট পায় এবং বহুজন সমাজ পার্টি ১৯,৯১৭ টি ভোট পায়।

সাধারণ নির্বাচন, ২০০৯

[সম্পাদনা]

২০০৯ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির ভূপেন্দ্র সিং। তিনি এই নির্বাচনে মোট ৩২৩৯৫৪ টি ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯২৭৮৬ টি ভোট পায় এবং সমাজবাদী পার্টি ১২৭১৬ টি ভোট পায়।[]

সাধারণ নির্বাচন, ২০০৪

[সম্পাদনা]

২০০৪ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির বীরেন্দ্র কুমার। তিনি এই নির্বাচনে ২৯০৯৭৪ টি ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি। সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ১৪২৯৮৩ টি ভোট পায় এবং বহুজন সমাজ পার্টি ১৭১৫০ টি ভোট পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]