গোয়ালিয়র লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোয়ালিয়র লোকসভা কেন্দ্রটি ভারতের মধ্য প্রদেশ রাজ্যর ২৯ টি লোকসভা কেন্দ্রের একটি।এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই নির্বাচনী অঞ্চলটি গোয়ালিয়ার জেলা এবং শিবপুরি জেলার কিছু অংশ নিয়ে গঠিত।

সংসদ সদস্য[সম্পাদনা]

বছর বিজয়ী পার্টি
মধ্য ভারত রাজ্য
১৯৫২ বিষ্ণু ঘনশ্যাম দেশপাণ্ডে অখিল ভারতীয় হিন্দু মহাসভা
১৯৫২ * নারায়ণ ভাস্কর খারে অখিল ভারতীয় হিন্দু মহাসভা
মধ্য প্রদেশ রাজ্য
১৯৫৭ সুরজ প্রসাদ ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬২ বিজয়া রাজে সিন্ধিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬৭ রাম আওতার শর্মা ভারতীয় জনসঙ্ঘ
১৯৭১ অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনসঙ্ঘ
১৯৭৭ নারায়ণ শেজওয়ালকর ভারতীয় লোকদল
১৯৮০ নারায়ণ শেজওয়ালকর জনতা পার্টি
১৯৮৪ মাধবরাও সিন্ধিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৯ মাধবরাও সিন্ধিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯১ মাধবরাও সিন্ধিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৬ মাধবরাও সিন্ধিয়া মধ্য প্রদেশ বিকাশ কংগ্রেস
১৯৯৮ মাধবরাও সিন্ধিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৯ জয়ভান সিং পভাইয়া ভারতীয় জনতা পার্টি
২০০৪ রামসেবক সিং ভারতীয় জাতীয় কংগ্রেস
২০০৭ * যশোধর রাজে সিন্ধিয়া ভারতীয় জনতা পার্টি
২০০৯ যশোধর রাজে সিন্ধিয়া ভারতীয় জনতা পার্টি
২০১৪ নরেন্দ্র সিং তোমার ভারতীয় জনতা পার্টি
২০১৯ বিবেক নারায়ণ শেজওয়ালকর ভারতীয় জনতা পার্টি
  • * উপ নির্বাচনের মাধ্যমে

নির্বাচনের ফলাফল[সম্পাদনা]

সাধারণ নির্বাচন, ২০১৯[সম্পাদনা]

২০১৯ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির বেক নারায়ণ শেজওয়ালকর। তিনি এই নির্বাচনে মোট ৬,২৭,২৫০ টি ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ৪,৮০,৪০৮ টি ভোট পায় এবং বহুজন সমাজ পার্টি ৬৬,৬১৩ টি বা ৬.৯৩ শতাংশ ভোট পায়।

সাধারণ নির্বাচন, ২০১৯: গোয়ালিয়র
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি বিবেক নারায়ণ শেজওয়ালকর ৬,২৭,২৫০
কংগ্রেস অশোক সিং ৪,৮০,৪০৮
বিএসপি মমতা সিং কুশওয়াহা ৪৪,৬৭৭
সংখ্যাগরিষ্ঠতা ১,৪৬,৮৪২
ভোটার উপস্থিতি ১১,৯৬,৮৮৮ ৫৯.৮২ +৭.০২
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

সাধারণ নির্বাচন, ২০১৪[সম্পাদনা]

২০১৪ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র সিং তোমার। তিনি এই নির্বাচনে মোট ৪,৪২,৭৯৬ টি বা ৪৪.৬৮ শতাংশ ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি। এই সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ৪,১৩,০৯৭ টি বা ৪১.৬৮ শতাংশ ভোট পায় এবং বহুজন সমাজ পার্টি ৬৮,১৯৬ টি বা ৬.৮৮ শতাংশ ভোট পায়।

সাধারণ নির্বাচন, ২০০৯[সম্পাদনা]

২০০৯ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জনতা পার্টির যশোধর রাজে সিন্ধিয়া। তিনি এই নির্বাচনে মোট ২,৫২,৩১৪ টি বা ৪৩.১৯ শতাংশ ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি। সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ২,২৫,৭২৩ টি বা ৩৮.৬৪ শতাংশ ভোট পায় এবং বহুজন সমাজ পার্টি ৭৬,৪৮১ টি বা ১৩.০৯ শতাংশ ভোট পায়।[১]

সাধারণ নির্বাচন, ২০০৪[সম্পাদনা]

২০০৪ সালের সাধারণ নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন ভারতীয় জাতীয় কংগ্রেস-এর রামসেবক সিং। তিনি এই নির্বাচনে ২৪৬৪৬৭ টি ভোট পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় সামন্ত দল। সাধারণ নির্বাচনে কেন্দ্রটি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস ২১০,০৬৩ টি ভোট পায় এবং জাতীয় সামন্ত দল ৪০৬৩৯ টি ভোট পায়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]