এম.এম রেজাউল করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীর মোহাম্মদ রেজাউল করিম
জন্ম
রেজাউল করিম

১৯৩৫
মৃত্যু২৯ অক্টোবর ২০০৫(2005-10-29) (বয়স ৬৯–৭০)
জাতীয়তাবাংলাদেশ
পেশাকূটনৈতিক
সন্তানজালাল
শাহেদ
সীমা

মীর মোহাম্মদ রেজাউল করিম (জন্ম : ১৯৩৫ - ২৯ অক্টোবর ২০০৫) [১] ছিলেন একজন বাংলাদেশী কূটনীতিক। [২] মৃত্যুর আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবন[সম্পাদনা]

রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক, করাচি বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর, ফ্ল্যাচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমাসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। [১]

কর্মজীবন[সম্পাদনা]

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রেজাউল করিম পাকিস্তান হাই কমিশনে লন্ডনে প্রথম কূটনৈতিক হিসাবে দায়িত্ব পালন ছিলেন। তিনি এখানে ডেপুটি হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭০ এর দশকের শেষদিকে ভারতে চলে যান। [২] তিনি চীন, ইরাক, ইরান এবং রাশিয়ার রাষ্ট্রদূত এবং শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালে বিদেশী চাকরি থেকে অবসর গ্রহণ করেন। রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তা বাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। [৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

করিম সালমাকে বিয়ে করেছিলেন। একসাথে তাদের তিনটি সন্তান জালাল, শাহেদ ও সীমা ছিল। তার নাতি-নাতনি হলেন শাইদা, আলিসা এবং জায়েদ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ambassador MM Rezaul Karim passes away in Cairo"bdnews24.com। ২৮ অক্টোবর ২০০৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৬ 
  2. Rashid, Harun (৮ নভেম্বর ২০০৫)। "In Memoriam Ambassador Rezaul Karim As I knew him"। The Daily Star। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Rezaul Karim appointed as Ambassador to Egypt"। bdnews24। ১৭ জুন ২০০৫। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৬