মাইনুর রেজা চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় প্রধান বিচারপতি
মাইনুর রেজা চৌধুরী
১২তম বাংলাদেশের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
১৮ জুন ২০০২ – ২২ জুন ২০০৩
পূর্বসূরীবিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী
উত্তরসূরীবিচারপতি কে. এম. হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ জুন ১৯৩৮
মনাকষা গ্রাম, শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ব্রিটিশ রাজ (বর্তমান: বাংলাদেশ)
মৃত্যু২৬ জুন ২০০৪
ঢাকা, বাংলাদেশ
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীনাজমা চৌধুরী[১]
সন্তানবুশরা হাসিনা (কন্যা)[২]
লামিয়া চৌধুরী (কন্যা)[২]
পিতামুর্তজা রেজা চৌধুরী
আত্মীয়স্বজনফজলুল কাদের চৌধুরী (খালু)

সালাউদ্দিন কাদের চৌধুরী (খালাতো ভাই)

সালমান এফ রহমান (খালাতো ভাই
বাসস্থানঢাকা
প্রাক্তন শিক্ষার্থীলিংকনস্‌-ইন
পেশাআইন
জীবিকাআইনবিদ

বিচারপতি মাইনুর রেজা চৌধুরী (২৩ জুন ১৯৩৮ - ২৬ জুন ২০০৪)[১] বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১২-তম প্রধান বিচারপতি

জন্ম ও বংশ[সম্পাদনা]

মাইনুর রেজা চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ২৩ জুন তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা জমিদার বাড়ীতে[২] তার পিতার নাম মুর্তজা রেজা চৌধুরী; তিনি পূর্ব পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী এবং জনহিতৈষি ছিলেন।[৩] তাঁর দাদা জেহাদ আহমদ চৌধুরী ছিলেন মনাকষার জমিদার এবং তাঁর পরদাদা ইসমাঈল হোসেন চৌধুরী ছিলেন বিহারের কোটালপুকুর এলাকার জমিদার। তাঁর মা সৈয়দা রোকেয়া আক্তার ছিলেন তরফ থেকে আসা কুমিল্লা নিবাসী সৈয়দ বাড়ীর কন্যা। তাঁর খালা, সৈয়দা সেলিনা আক্তার, ছিলেন পাকিস্তানের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরী স্ত্রী।[৪]

শিক্ষাজীবন[সম্পাদনা]

মাইনুর রেজা চৌধুরী ১৯৭২ সালে যুক্তরাজ্যের লিংকনস্‌-ইন থেকে বার আ্যট ল' ডিগ্রি লাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

মাইনুর রেজা ১৯৭৩ সালে হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন এবং ১৯৯০ সালে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে এবং ২০০০ সালে আপীল বিভাগে নিয়োগ পান।[১]

২০০২ সালের ১৭ জুন তারিখে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১২-তম প্রধান বিচারপতি হিসাবে মাইনুর রেজা চৌধুরীকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০০২ সালের ১৮ জুন তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন[১] ও ২০০৩ সালের ২২ জুন তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[৫]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী তার স্ত্রী; বুশরা হাসিনা ও লামিয়া চৌধুরী নামে তাদের দুটি কন্যা-সন্তান রয়েছে।[২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা ২০০৪ সালের ২৬ জুন তারিখে মৃত্যুবরণ করেন।[১][২][৬]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ।
  2. আলোকিত চাঁপাইনবাবগঞ্জ।
  3. চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব মুরতুজা রেজা চৌধুরী।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. সৈয়দ কামালউদ্দীন আহমদ (৩০ জুন ২০২১), তরফের সৈয়দ বংশ ও লাকসাম নবাব পরিবার 
  5. "বঙ্গভবনের সেই দিনগুলো"। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  6. "চাঁপাইনবাবগঞ্জ সমিতি যাঁদের হারিয়েছে"। ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 

বহি:সংযোগ[সম্পাদনা]