আলাপ:চলন বিল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

কপিরাইটকৃত লেখা যোগ করা হয়েছে (আশু পদক্ষেপ দরকার)[সম্পাদনা]

এই নিবন্ধে কপিরাইটকৃত লেখা কপি করে পেস্ট করা হয়েছে বলে প্রামাণ্য ধারণা করা যাচ্ছে। লেখাগুলো কাজে লাগানো হবে, নাকি অপসারণ করা হবে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২১:১৯, ১৩ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

কপিরাইট হয়নি[সম্পাদনা]

এই নিবন্ধটি কপিরাইট নিয়ে সম্ভবত ভুল ধারনার জন্ম দিয়েছে। বলা হয়েছে আমার ব্লগের এই লিঙ্ক থেকে নিবন্ধটি কপিপেস্ট করা হয়েছে। যদিও আমি একজন উইকিপিডিয়ার প্রশাসককে এ বিষয়ে বার্তা রেখেছিলাম ফলে তিনি আমাকে জানান এটা কপি করা হয়েছে। আমরা যদি ঐ ব্লগের লিঙ্কে যাই তবে পোস্টটির তারিখঃ বৃহঃ, ১১/০৮/২০১১ - ২১:১৫ দেখাচ্ছে, এখন যদি উইকিপিডিয়ার পাতার তথ্য যাচাই করি তাহলে পাতা তৈরির সময় দেখাচ্ছে ২২:১০, ৫ সেপ্টেম্বর ২০০৬, আপনি তা এখানে দেখুন। তাহলে এটাই প্রমানিত হচ্ছে যে ওই ব্লগারই উইকি থেকে কপি করেছেন, উইকিপিডিয়ায় কপি করা হয় নি। এ নিবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কোন কিছু যাচাই না করে এর প্রায় ৯৮% লেখা মুছে ফেলা দুঃখজনক! তাই তা পুনঃরুদ্ধার করা খুবই জরুরী বলে মনে করি --শাহাদাত সায়েম (আলাপ) ০৮:৫০, ৭ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ[সম্পাদনা]

নিবন্ধটি অতি সংক্ষিপ্ত তাই অপসারণে  সমর্থন দিলাম --শাহাদাত সায়েম (আলাপ) ২৩:৩৮, ১১ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]