আলাপ:আরিফিল মসজিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম[সম্পাদনা]

@Moheen: আপনি কি শতভাগ নিশ্চিত এই মসজিদের নাম আরিফিল? আমি বাংলাপিডিয়া ছাড়া আর কোথাও এই নাম দেখতে পাচ্ছি না। সবখানে আমি আড়িফাইল বা আরিফাইল এই দুই নামে দেখতে পাচ্ছি। জাতীয় তথ্য বাতায়ন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই দুই নামের একটি ব্যবহৃত হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৬, ২২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শাহ আরিফের স্মরণে আরিফিল নামে অভিহিত। আরো দেখুন। --~মহীন (আলাপ) ১৬:৫৫, ২২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: তা বলছি না। বলছি নামে ফিল হবে না ফাইল হবে? আরিফিল মসজিদ নামে খুঁজলে ইন্টারনেটে ৫টা ফলাফল পাই (বাংলা উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, offroadbangladesh.com, একটা ফেসবুক পোস্ট আর কিছু মিরর সাইট)। অন্যদিকে আরিফাইল নামে খুঁজলে প্রচুর ফলাফল আসে। জাতীয় তথ্যবাতায়ন, নয়া দিগন্ত (মুদ্রিত), যায়যায়দিন, প্রথম আলোর মত জাতীয় সংবাদমাধ্যমগুলি। এইযোগে সবাই ভুল করতে পারে না। ইত্যাদি বিবেচনায় আমি সন্দেহ করছি আরিফিল নাম সঠিক না, আরিফাইল হবে (এমনকি গ্রামের নামও আরিফাইল ০৭ নং দেখুন)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ২২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]